মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ক্রীড়া উন্নয়নে টি-স্পোর্টস

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া উন্নয়নে টি-স্পোর্টস

খেলাধুলার উন্নয়নে বড় অবদান স্পোর্টস মার্কেটিংয়ের। এক্ষেত্রে টিভিতে খেলা সম্প্রচার সবচেয়ে বড় অনুষঙ্গ। এ ভাবনা থেকেই স্পোর্টস চ্যানেল প্রতিষ্ঠার উদ্যোগ বসুন্ধরা গ্রুপের

 

দেশের প্রথম বিশেষায়িত স্পোর্টস চ্যানেল ‘টি-স্পোর্টস’ মহাসাড়ম্বরে যাত্রা করেছে। বাংলাদেশ-নেপাল ম্যাচ প্রচার করে এরই মধ্যে ক্রীড়াঙ্গনে আলোড়ন তুলেছে টিভি চ্যানেলটি। আজও দ্বিতীয় ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের এ চ্যানেলটির লক্ষ্য দেশের খেলাধুলার উন্নয়ন ও পুনর্জাগরণ। খেলার প্রতি পরম ভালোবাসা থেকে দীর্ঘদিন ধরেই কাজ করছে বসুন্ধরা গ্রুপ। টি-স্পোর্টস চ্যানেল নতুন সংযোজন।

খেলাধুলার উন্নয়নে বড় অবদান স্পোর্টস মার্কেটিংয়ের। এ ক্ষেত্রে টিভিতে খেলা সম্প্রচার বড় অনুষঙ্গ। এ ভাবনা থেকেই স্পোর্টস চ্যানেল প্রতিষ্ঠার উদ্যোগ নেয় বসুন্ধরা গ্রুপ। আন্তর্জাতিক বিভিন্ন জনপ্রিয় ক্রীড়া ইভেন্টের পাশাপাশি দেশের নানা প্রান্তের খেলাধুলার সব লাইভ ইভেন্ট থাকবে টি-স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ দিয়ে শুরু করেছে চ্যানেলটি।

বঙ্গবন্ধু টি-২০ কাপও দেখা যাবে টি-স্পোর্টসের পর্দায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ২৪ নভেম্বর শুরু হবে পাঁচ দলের এ টুর্নামেন্ট। এখানেই নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান। জেমকন খুলনার জার্সিতে দেখা যাবে তাকে। এ ছাড়া মুশফিকুর রহিমদের বেক্সিমকো ঢাকা, তামিমদের ফরচুন বরিশাল, মুস্তাফিজদের গাজী গ্রুপ চট্টগ্রাম ও আশরাফুলদের মিনিস্টার গ্রুপ রাজশাহী লড়াই করবে টুর্নামেন্টে।

টি-স্পোর্টস শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ ক্রিকেটও সরাসরি সম্প্রচার করবে (কয়েকটি ম্যাচ বাদ দিয়ে)। এ টুর্নামেন্টে শহীদ আফ্রিদি ও ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটারদের দেখা মিলবে। ক্রিকেট ও ফুটবলের মতো জনপ্রিয় ক্রীড়া ইভেন্টের পাশাপাশি কার রেসিং, এক্সট্রিম স্পোর্টসের আন্তর্জাতিক সব ইভেন্ট দেখা যাবে টি-স্পোর্টসের পর্দায়। খেলার জগতে বিপ্লব আনার লড়াইয়ে নেমেছে চ্যানেলটি।

সর্বশেষ খবর