মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অনুশীলনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

অনুশীলনে সাকিব

সাকিব আল হাসানকে দলে নিতে চেয়েছিল বিগ-ব্যাশ এক ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি নিয়ম বাঁধা হয়ে দাঁড়ালো, সুযোগ পেয়েও সাকিবের খেলা সম্ভব হচ্ছে না। নিয়ম হচ্ছে-কোনো ক্রিকেটারের উপর ম্যাচ পাতানোর অভিযোগ থাকলে, তাকে খেলানোর কোনো সুযোগ না দেওয়া। অস্ট্রেলিয়ার ইনটেগ্রিটি বিভাগ তাকে খেলার অনুমতি দেয়নি। বিগ ব্যাশ না খেললেও বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার মাঠে ফিরছেন পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট দিয়ে। যা শুরু ২৪ নভেম্বর। সাকিব খেলবেন জেমকন খুলনায়। টি-২০ টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন করছেন সাবেক অধিনায়ক। গতকাল তিনি ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন মিরপুর স্টেডিয়ামে। একইদিন অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিনরা। অনুশীলনে সাকিব সেন্টার উইকেটে ব্যাটিং ও বোলিং করেছেন। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার প্রস্তাবও পেয়েছিলেন তিনি। করোনা আক্রান্ত মাহমুদুল্লাহ রিয়াদের বদলে মুলতান সুলতান্স চেয়েছিল তাকে। কিন্তু বিসিবি অনুমতি দেয়নি। বিগ ব্যাশে সাকিব বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলেছেন ২০১৩ সালে মেলবোর্ন রেনেগটসে।      

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর