বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
জার্মানিকে নিয়ে স্পেনের ছেলেখেলা

তোরেসের দুরন্ত হ্যাটট্রিক

স্পেন ৬ - ০ জার্মানি

ক্রীড়া ডেস্ক

তোরেসের দুরন্ত হ্যাটট্রিক

১৯৫৪ সালের বিশ্বকাপে হাঙ্গেরির বিপক্ষে ৮-৩ গোলে হেরেছিল জার্মানি। ১৯৫৮ সালে ফ্রান্সের কাছে হেরেছিল ৬-৩ গোলে। ইংল্যান্ডের বিপক্ষে ১৯১০ সালে হেরেছিল ৯-০ গোলে। এখন পর্যন্ত এটাই জার্মানির সবচেয়ে বড় হার। ২০০২ বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের কাছে ৫-১ গোলে হেরেছিল জার্মানি।

 

জার্মানি রোবোটিক ফুটবল খেলে। জয় ছাড়া অন্য কিছু ভাবে না। বিশ্ব ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে নিয়ে এমনটাই ভাবে অপরাপর দেশগুলো। পাওয়ার ফুটবল খেলে জার্মানি ২০১৪ সালে ব্রাজিলকে ঘরের মাঠে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল। সেবার বিশ্বসেরাও হয়েছিল জার্মানি। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই সুর, তাল লয় হারিয়ে ফেলে। পরশু রাতে আরেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন জোয়াকিম লো’র জার্মানিকে নিয়ে যে ধারায় ফুটবল খেলেছে, অবাক হয়েছে ফুটবল বিশ্ব। বিস্মিত হয়েছেন লো। জার্মান কোচ ভাবতেই পারেননি তার দলকে গুনে গুনে ৬ গোল দিয়েছে স্পেন। উয়েফা নেশন্স লিগে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৬-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের রেকর্ড জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ম্যানচেস্টার সিটির তরুণ উইঙ্গার ফেরান তোরেস। হ্যাটট্রিক করেছেন তিনি। বাকি তিন গোল করেন রদ্রি, আলভারো মোরাতা ও মিকেল ওয়ারসাবাল। বিশ্বকাপ খেলা যে কোনো দলের বিপক্ষে স্পেনের এটা সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৮ সালে এক প্রীতিম্যাচে আর্জেন্টিনাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। স্পেনের কাছে লজ্জাজনক হারের পর সমালোচকরা বসে পড়েছেন জার্মানির হারের খতিয়ান দেখতে। উয়েফা নেশন্স লিগের অন্য ম্যাচগুলোতে পর্তুগাল ৩-২ গোলে ক্রোয়েশিয়াকে, ফ্রান্স ৪-২ গোলে হারিয়েছে সুইডেনকে।

আগের ম্যাচে সার্জিও রামোস তিনটি পেনাল্টি মিস করেছিলেন। সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল স্পেন। পরশু রাতে জার্মানির বিপক্ষে স্প্যানিশ কোচ লুইস এনরিকে পাঁচ বদল নিয়ে একাদশ সাজায়। নতুন একাদশ নিয়ে দুর্দান্ত ফুটবল খেলে জার্মানিকে বিধ্বস্ত করে স্পেন। এই জয়ে ৬ ম্যাচে ৩ জয় এবং ২ ড্র ও এক হারে স্পেনের পয়েন্ট ১১। ড্র করলেই সেমিফাইনাল খেলতে পারত জার্মানি। হেরে বিদায় নিয়েছে আসর থেকে। পরিসংখ্যানের বিবেচনায় এটা জার্মানির সবচেয়ে বড় হার নয়। তবে আধুনিক যুগে এতো বড় ব্যবধানে হারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৯৫৪ সালের বিশ্বকাপে হাঙ্গেরির বিপক্ষে ৮-৩ গোলে হেরেছিল জার্মানি। ১৯৫৮ সালে ফ্রান্সের কাছে হেরেছিল ৬-৩ গোলে। ইংল্যান্ডের বিপক্ষে ১৯১০ সালে হেরেছিল ৯-০ গোলে। এখন পর্যন্ত এটাই জার্মানির সবচেয়ে বড় হার। ২০০২ বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের কাছে ৫-১ গোলে হেরেছিল জার্মানি।

সর্বশেষ খবর