বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অবশেষে মাঠে গড়াল হকি

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে হকি মাঠে গড়াল। গত মার্চে স্কুল টুর্নামেন্ট শেষ হওয়ার পর খেলোয়াড়রা মাঠে ছিলেন না। করোনাভাইরাসে তা সম্ভবও ছিল না। নতুন টুর্নামেন্ট মুজিববর্ষ প্রেসিডেন্ট গোল্ডকাপ দিয়েই নতুনভাবে যাত্রা হলো জনপ্রিয় এ খেলার। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সেনাবাহিনী ১-০ গোলে হারায় বাংলাদেশ হকি ফেডারেশনের লাল দলকে। ৪১ মিনিটে ফিল্ড গোল করে এগিয়ে যায় সেনাবাহিনী। ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত টুর্নামেন্ট উদ্বোধন করেন। এতে চারটি দল অংশ নিচ্ছে। আজ বিমানবাহিনী ও পুলিশ মুখোমুখি হবে। নৌবাহিনী অংশ না নেওয়ায় জাতীয় দলের বেশ কজন খেলোয়াড় টুর্নামেন্টে খেলতে পারছেন না।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ জানান, আমরা স্বাস্থ্যবিধি মেনে হকি মাঠে রাখার চেষ্টা করব। ডিসেম্বরে প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনা রয়েছে। প্রেসিডেন্ট কাপ ঘরোয়া আসর দিয়েই ক্রিকেট মাঠে গড়ায়। ফুটবলের যাত্রা হয় মুজিববর্ষ সিরিজ দিয়ে। হকিও নামে মাঠে। করোনাভাইরাস না কাটলেও ক্রীড়াঙ্গন ব্যস্ত হয়ে উঠল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর