শিরোনাম
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

যুব ক্রিকেটারদের ক্যাম্প সিলেটে

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ যুব ক্রিকেটারদের ক্যাম্প শুরু হয়েছিল বিকেএসপিতে। কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হলে ক্যাম্প বন্ধ করে দেয়। এবার দ্বিতীয়বারের মতো ক্যাম্প শুরু হচ্ছে। ৩১ ক্রিকেটারকে নিয়ে দুই সপ্তাহ ক্যাম্প চলবে সিলেটে। হোটেল ও স্টেডিয়ামে জৈব-সুরক্ষা বলয় তৈরি করে চলবে এই ক্যাম্প। শনিবার ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। এরপর পজিটিভ ক্রিকেটাররা সড়ক পথে রবিবার যাবেন সিলেট। অনুশীলন শুরু হবে সোমবার। দুই সপ্তাহের অনুশীলনে ৫টি প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে যুব ক্রিকেটাররা।

বিকেএসপিকে ক্যাম্প শুরু হয়েছিল ৪৬ ক্রিকেটার নিয়ে। ক্যাম্প চলাকালীন ১৫ জনের করোনা হয়েছিল। বিসিবি ক্যাম্প শুরু করেছে ২০২২ সালের ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপকে সামনে রেখে।  

ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটার : ইমন আলি, ইফতেখার  হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, নাঈম আহমেদ। সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, এসএম মেহরব হাসান, আব্দুল্লাহ আল মামুন, খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ খান,  তৌহিদুল ইসলাম ফেরদৌস। মিসবাহ আহমেদ সানা (উইকেট-কিপার), মাকসুদুর রহমান (উইকেট-কিপার),  গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, জাকারিয়া ইসলাম শান্ত। আহসান হাবিব লিওন, নাইমুর রহমান নিয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ইপন, শায়ান আহমেদ চৌধুরী। মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়োজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল ও মুস্তাকিম মিয়া।

সর্বশেষ খবর