শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পাঁচ দলের ‘পাওয়ার’ যেখানে

ক্রীড়া প্রতিবেদক

পাঁচ দলের ‘পাওয়ার’ যেখানে

তারা কেউই অধিনায়ক নন। বঙ্গবন্ধু টি-২০ কাপের পাঁচ দলের জার্সিতে ছবি তুলেছেন পাঁচ তারকা। বাঁ থেকে- মিনিস্টার গ্রুপ রাজশাহীর মোহাম্মদ আশরাফুল, গাজী গ্রুপ চট্টগ্রামের মুস্তাফিজুর রহমান, ফরচুন বরিশালের তাসকিন আহমেদ, জেমকন খুলনার ইমরুল কায়েস ও বেক্সিমকো ঢাকার রুবেল হোসেন

অনুশীলন শুরু করেছে দলগুলো। এখন শুধু পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টটি মাঠে গড়ানোর অপেক্ষা। ২০ ওভারের টুর্নামেন্ট শুরু হবে ২৪ নভেম্বর। ফাইনাল ১৮ ডিসেম্বর। অধিনায়ক ও কোচের নাম ঘোষণা করেছে দলগুলো। জেমকন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম, মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিথুন ও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম দেশে ফিরেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলে। ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন, চট্টগ্রামের মোহাম্মদ সালাউদ্দিন, খুলনার মিজানুর রহমান বাবুল, রাজশাহীর সারওয়ার ইমরান ও বরিশালের কোচ সোহেল ইসলাম। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহী। সন্ধ্যায় খেলবে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ দুপুর ১টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। ফাইনাল সন্ধ্যা ৭টায়।

 

বেক্সিমকো ঢাকা

মুশফিককে ঘিরে শিরোপার স্বপ্ন

দলে তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। জাতীয় দলে খেলার অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন রুবেল হোসেন, নাঈম শেখ, নাঈম হাসান, আবু হায়দার রনি, আকবর আলি, নাসুম আহমেদ, ইয়াসির আলি, মেহেদী হাসান রানারা সবাই তরুণ। একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে শিরোপার স্বপ্ন দেখছেন অধিনায়ক মুশফিক, ‘বেক্সিমকো ঢাকা সব সময় শিরোপা জেতার জন্য খেলে। আমাদের দলটি তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া। তবে সবাই লড়াকু মানসিকতার। আমরা শিরোপার জন্য খেলব।’

 অধিনায়কের পাশাপাশি কোচ খালেদ মাহমুদ সুজনও বাড়তি সুবিধা দিবে দলটিকে। দলটি সূচনা ম্যাচ খেলবে টুর্নামেন্টের।

 

জেমকন খুলনা

এক দলে দুই জায়ান্ট

আসরের সবচেয়ে শক্তিশালী দল জেমকন খুলনা। দলটিতে জাতীয় দলের ক্রিকেটার রয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও সাকিব, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, নাজমুল ইসলাম অপু, জহুরুল ইসলাম অমি। ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই শক্তিশালী খুলনা। এমন দল নিয়ে শিরোপার স্বপ্ন দেখছেন মাহমুদুল্লাহ, ‘কাগজে-কলমে আমরা শক্তিশালী দল। শিরোপার জন্যই খেলব। কিন্তু ক্রিকেটারদের দায়িত্বগুলো পালন করতে হবে।’

একাধিক তারকা ক্রিকেটার থাকলেও দলটির মূল আকর্ষণ সাকিব। এক বছরের নিষেধাজ্ঞা শেষে এই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরছেন সাকিব। ফলে সবার নজর থাকবে তার ওপর।     

 

ফরচুন বরিশাল

ভরসার নাম তামিম ইকবাল

দলনায়ক তামিম ইকবাল পাকিস্তান সুপার লিগ (পিএএসএল) খেলে এসেছেন। পারফরম্যান্স খুব ভালো না হলেও মন্দ ছিল না। ফরচুন বরিশালে ওয়ানডে অধিনায়ক তামিম ছাড়াও রয়েছেন জাতীয় দলে খেলার অভিজ্ঞ পেসার তাসকিন, অলরাউন্ডার আফিফ হোসেন, মেহেদী মিরাজ, রাহী, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম, লেগ স্পিনার বিপ্লব। এদের নিয়ে শিরোপা লড়াই করতে চান তামিম, ‘আমাদের তরুণ ক্রিকেটারের সংখ্যা বেশি। তারপরও সবাই পরীক্ষিত। এমন দল নিয়ে লড়াই করাই যায়।’

দলটির কোচ তরুণ সোহেল ইসলাম।

 

মিনিস্টার গ্রুপ রাজশাহী

সাফল্যের খোঁজে সম্মিলিত প্রয়াস

৫০ ওভারের তিন দলের টুর্নামেন্টে নেতৃত্ব দিয়েছেন একটি দলের। সেই দলটি ফাইনাল খেলেছিল। এবার মিনিস্টার গ্রুপ রাজশাহী বঙ্গবন্ধু টি-২০ তার উপর আস্থা রেখেছে। রাজশাহীতে অধিনায়ক নাজমুল ইসলাম শান্ত ছাড়াও রয়েছেন জাতীয় দলের  অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, নুরুল হাসান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, সানজামুল ইসলাম, ফজলে রাব্বিদের মতো জাতীয় ক্রিকেটার। শক্তিমত্তায় খুব বেশি পিছিয়ে নেই। দলটি নিয়ে শিরোপার স্বপ্ন দেখছেন অধিনায়ক নাজমুল, ‘আমাদের দলে তরুণ ক্রিকেটারের সংখ্যাই বেশি। সবাই নিজেদের প্রমাণে মুখিয়ে আছে।’

 

গাজী গ্রুপ চট্টগ্রাম

ক্যারিশমা দেখাবেন ‘কাটার মাস্টার’!

শক্তিমত্তার বিচারে কাগজে কলমে জেমকন খুলনার পর সবচেয়ে শক্তিশালী দল গাজী গ্রুপ চট্টগ্রাম। দলটির অধিনায়ক মোহাম্মদ মিথুন ছাড়াও তারকা ক্রিকেটার রয়েছেন লিটন দাস, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, টেস্ট অধিনায়ক মুমিনুল হক, শামসুর রহমান শুভ, জিয়াউর রহমান, তাইজুল ইসলামদের মতো ক্রিকেটার। এসব তারকা ক্রিকেটার নিয়ে শিরোপা স্বপ্ন দেখতেই পারেন অধিনায়ক মিথুন, ‘আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। যে কোনো পরিস্থিতিতে দলকে নিয়ে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে তাদের। এমন দল নিয়ে আমরা শিরোপা জয়ের লড়াই করব।’   

সর্বশেষ খবর