শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শেখ রাসেলের প্রস্তুতি শুরু

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেলের প্রস্তুতি শুরু

ফুটবলে দলবদল চলছে। ডিসেম্বরের শেষের দিকে ফেডারেশন কাপের মাধ্যমে ঘরোয়া আসরের নতুন মৌসুম শুরু হবে। পেশাদার লিগ মাঠে গড়াবে জানুয়ারিতে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আগেই অনুশীলনে নেমেছে। টানা দুই মাস প্রশিক্ষণ করার পর জাতীয় দলের ব্যস্ততায় ক্যাম্প বন্ধ রয়েছে। তবে বিদেশিরা নিজেদের ঝালাই করে নিচ্ছেন। পেশাদার লিগে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব শফিকুল ইসলাম মানিকের তত্ত্বাবধানে নিজ মাঠে গত সপ্তাহে অনুশীলনে নেমেছে।

দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব জায়ান্ট শেখ রাসেল ক্রীড়া চক্রও গতকাল থেকে অনুশীলনে নেমেছে। ফোর্টিস স্পোর্ট ক্লাব মাঠে তাদের প্রস্তুতি চলবে। কোচ হিসেবে এবারও দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ সাইফুল বারী টিটু। বিদেশিরা এখনো না আসায় স্থানীয় খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ চলছে। প্রথম দিনে ১৮ জন খেলোয়াড় ক্যাম্পে যোগ দিয়েছেন। গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ও আবদুল্লাহ বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে কাতার যাওয়ায় অনুশীলনে যোগ দিতে পারেননি।

ক্লাবের পরিচালক (ক্রীড়া) অভিজ্ঞ সংগঠক সালেহ জামান সেলিম জানান, ‘করোনায় স্বাস্থ্যবিধি মেনেই অনুশীলন শুরু হয়েছে। ফুটবলার, কোচ, কর্মকর্তা, স্টাফ এমনকি ক্লাবের বাবুর্চিরও করোনা টেস্ট করানো হয়েছে। সবার নেগেটিভ শনাক্ত হয়েছে। প্রশিক্ষণের সময় আমরা মাঠে থাকলেও দূরত্ব বজায় রেখে কোচ ও খেলোয়াড়দের সঙ্গে প্রয়োজনীয় কথা বলছি। ক্লাব ভবনও পরিষ্কার-পরিচ্ছন্ন করানো হয়েছে। কোনো ঝুঁকি আমরা নেব না।

চিকিৎসকরা যখন যা পরামর্শ দেবেন তা আমরা মানব। ক্যাম্প চলা অবস্থায়ও করোনা পরীক্ষা করানো হবে।’

অভিজ্ঞ কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘শেখ রাসেল দেশের শীর্ষ স্থানীয় ক্লাব। শিরোপাই একমাত্র লক্ষ্য। সবেতো শুরু করলাম তাই এখনই কারো পারফরম্যান্স সম্পর্কে মন্তব্য করাটা ঠিক হবে না। তাছাড়া মার্চে লিগ বাতিল হওয়ার পর খেলোয়াড়রা মাঠে নামার সুযোগ পায়নি। এখানে ফিটনেস বড় একটা ফ্যাক্টর। তবে লিগ শুরুর আগে শেখ রাসেল ভালোভাবেই তৈরি হয়ে যাবে। তারুণ্যনির্ভর দলে বিদেশিরাও থাকবে। টার্গেট কি এখনই বলা সম্ভব নয়। তবে এটার নিশ্চয়তা দিতে পারি শেখ রাসেল শিরোপা জেতার সামর্থ্য নিয়েই মাঠে নামবে।’

সর্বশেষ খবর