শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জীবন ছাড়াই কাতারে ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক

নেপালের বিপক্ষে প্রথম প্রীতিম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জয় পায়। ম্যাচে প্রথম গোলটি আসে নাবিব নেওয়াজ জীবনের পা থেকে। দীর্ঘ আট মাস মাঠের বাইরে ছিলেন ফুটবলাররা। ফিরেই জীবনের অসাধারণ গোল দর্শকদের মুগ্ধ করে। জীবনও খোশ মেজাজে ছিলেন। ম্যাচ শেষে সেদিন বলেন, সিরিজ জেতাটা খুবই জরুরি। কাতারের বিপক্ষে হতাশা ঝেড়েই উড়ে যেতে পারব। সিরিজ ঠিকই জেতা হয়েছে। বাংলাদেশও পৌঁছে গেছে কাতারে। কিন্তু দুর্ভাগ্য জীবনের। তারপক্ষে দোহায় ৪ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলা সম্ভব হচ্ছে না। গতকাল টিম বাংলাদেশ উড়ে গেছে কাতারে। জীবন যেতে পারেননি। করোনা আক্রান্ত হওয়ায় মিডফিল্ডার মনজুর রহমান মানিকও যেতে পারেননি।

বুধবার যখন জীবনের সঙ্গে কথা হচ্ছিল তখন নিজেই শঙ্কার কথাটি জানালেন। বললেন, আমার হয়তো কাতার যাওয়া হবে না। আগের দিন ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে ধাক্কায় হাঁটুতে চোট পান জীবন। বুধবার বললেন, ব্যথাটা আমাকে অস্থির করে তুলছে। জানি না শেষ পর্যন্ত কী হয়? জীবন শঙ্কায় থাকলেও কাতারগামী ২৭ সদস্যের সঙ্গে জীবনের নামও ঘোষণা করা হয়। রাতে হাঁটুর এমআরআই রিপোর্ট দেখে অস্ট্রেলিয়ান ফিজিও জানিয়ে দেন এ অবস্থায় জীবনের কাতারে যাওয়াটা কোনোভাবেই ঠিক হবে না। জীবন ও মানিককে রেখে গতকাল সকালেই জাতীয় দল কাতারে উড়ে যায়। যাওয়ার সময় কোচ স্টুয়ার্ট বলেন, সত্যিই আমরা জীবনকে মিস করব। নেপালের বিপক্ষে সিরিজ জিতলেও এবার প্রতিপক্ষ এশিয়ান চ্যাম্পিয়ান কাতার। জামালরা কতটুকু সুবিধা করতে পারবে সেটাই দেখার বিষয়।

সর্বশেষ খবর