শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্কোয়াডে থাকার গ্যারান্টি নয়

ক্রীড়া প্রতিবেদক

র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্কোয়াডে থাকার গ্যারান্টি নয়

আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে এখন এক নম্বর ব্যাটসম্যান ইংল্যান্ডের ডেভিড মালান। তারপরও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ম্যাচ খেলতে পারবেন কিনা বলতে পারেন না। মালান বলেন, ‘র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকাটা স্কোয়াডে সুযোগ পাওয়ার জন্য গ্যারান্টি হিসেবে কাজ করবে না। দল কেমন হবে, কারা সুযোগ পাবেন সেটা নির্ভর করবে নির্বাচকদের ওপর।’

তবে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়াটা খুবই মর্যাদার বলেও মনে করেন মালান, ‘যখন আমি ক্রিকেট থেকে বিদায় নেব তখন এই মেমোরি খুবই আনন্দ দেবে। তবে এখন আমি এসব নিয়ে মোটেও ভাবছি না। যদি ভাবি, আমি এখন টি-২০র এক নম্বর ব্যাটসম্যান তাহলে বাড়তি চাপ কাজ করবে আমার ভিতর। কিন্ত এই বিষয়টা আমার ভাবনায় নেই। র‌্যাঙ্কিং এক নম্বরে নাকি ২০ নম্বরে, না ১০০ নম্বরে আছি তা নিয়ে চিন্তা না করে নিজের পারফরম্যান্সে ফোকাস আছে আমার।’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের টি-২০ টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৭ নভেম্বর থেকে। প্রথম ও শেষ ম্যাচটি হবে কেপটাউনে, দ্বিতীয় ম্যাচ পার্লে।

 

দক্ষিণ আফ্রিকা- ইংল্যান্ড

২৭ নভেম্বর

প্রথম টি-২০ (কেপটাউন)

২৯ নভেম্বর

দ্বিতীয় টি-২০ (পার্ল)

১ ডিসেম্বর

তৃতীয় টি-২০ (কেপটাউন)

সর্বশেষ খবর