শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মুখোমুখি বার্সা-অ্যাটলেটিকো

ক্রীড়া ডেস্ক

মুখোমুখি বার্সা-অ্যাটলেটিকো

বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের লড়াইটা আজ ভিন্ন মাত্রা পেতে পারত। তবে লুইস সুয়ারেজ করোনা পজিটিভ হওয়ায় তিনি খেলতে পারবেন না। না হলে আজ মেসি-সুয়ারেজ মুখোমুখি হতেন। সমাজ-সংসার জীবনের দুই প্রিয় বন্ধু মাঠের লড়াইয়ে হয়ে যেতেন পরস্পরের শত্রু। আতোয়ান গ্রিজমান আজ তার পুরনো ক্লাব অ্যাটলেটিকোর বিপক্ষে নামবেন বার্সার জার্সিতে। দুই দলের লড়াইটা বেশ উপভোগ্য হতে পারে। বিশেষ করে লা লিগায় বার্সেলোনার জন্য এ জয় খুব জরুরি। অবশ্য অ্যাটলেটিকোর বিপক্ষে জয় পাওয়া কঠিনই হবে। লা লিগায় গত ২৩ ম্যাচ তারা অপরাজিত। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগে আট নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৯ ম্যাচে সুসিদাদ ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে। ভিয়ারিয়াল ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে। চারে থাকা রিয়াল মাদ্রিদ সংগ্রহ করেছে ১৬ পয়েন্ট।

আজ রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ভিয়ারিয়ালের।

সর্বশেষ খবর