শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জুনিয়র এশিয়া কাপ হকি জুলাইয়ে

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের জন্য জুনিয়র এশিয়া কাপ স্থগিত হয়েছিল। বাংলাদেশে আসরটি বসার কথা ছিল গত জানুয়ারিতে। ২১-৩০ জানুয়ারি ১০ দলের টুর্নামেন্টটি স্থগিত করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। প্রাণঘাতী করোনা থাকার পরও টুর্নামেন্টটির নতুন তারিখ নির্ধারণ করেছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। ২০২১ সালের ১-১০ জুলাই আসর বসবে ঢাকায়। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। শুরুতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের খেলার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে দলটি নাম প্রত্যাহার করে নিলে সেখানে নেওয়া হয়েছে সিঙ্গাপুরকে। চলতি বছরের ২১-৩০ জানুয়ারি টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল।

কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয় করোনাভাইরাসের জন্য শেষ মুহূর্তে স্থগিত করে টুর্নামেন্ট। তখন অবশ্য হকি ফেডারেশন জানিয়েছিল এএইচএফের সঙ্গে কথা বলে তারিখ পুনর্নির্ধারণ করবে। শেষ পর্যন্ত নতুন তারিখ নির্ধারিত হয়েছে। টুর্নামেন্টে খেলোয়াড়দের বয়স সর্বোচ্চ ২১ বছর। অবশ্য এবার নতুন নিয়মে খেলোয়াড়রা খেলতে পারবেন। ২০২০ সালের টুর্নামেন্ট পিছিয়ে ২০২১ সালে চলে যাওয়ায় ২১ বছরের বেশি বয়সের খেলোয়াড়রাও অংশ নিতে পারবেন। এজন্য বয়সের একটা সীমা নির্ধারণ করে দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। ১৯৯৯ সালের ১ জানুয়ারির পর যাদের জন্ম তারাই টুর্নামেন্টে খেলতে পারবেন। 

‘এ’ গ্রুপ : বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে।

‘বি’ গ্রুপ : জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুর।

সর্বশেষ খবর