রবিবার, ২২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

‘আমি এখনো পারফর্ম করতে পারি!’

যদি ব্যাট-বলের সংযোগ ঘটাতে ব্যর্থ হন, তাহলে বুঝতে হবে আপনার সমস্যা হচ্ছে। এমন নয় আমি বলের সঙ্গে ব্যাট লাগাতে পারি না। আমার তো সে সমস্যা নেই।

ক্রীড়া ডেস্ক

‘আমি এখনো পারফর্ম করতে পারি!’

গ্লেন ম্যাক্সওয়েল

আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। পারফরম্যান্স ছিল খুবই বাজে। সংযুক্ত আরব আমিরাতে ব্যাট হাতে ১১ ইনিংসে করেছেন মাত্র ১০৮ রান। কোনো হাফ সেঞ্চুরিও নেই।

অথচ আইপিএলের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে অসাধারণ ব্যাটিং করেছেন ম্যাক্সওয়েল। তিন ওয়ানডেতে করেছিলেন ১৮৬ রান। তার মধ্যে ওল্ড ট্র্যাফোর্ডে খেলা ১০৮ রানের ম্যাচ জয়ী ইনিংসও ছিল।

তাই ম্যাক্সওয়েল মনে করেন না যে তারা ফর্ম এখন পড়ে গেছে। বরং ভারতের বিরুদ্ধে সিরিজে ভালো করার জন্য মুখিয়ে আছে।

আইপিএলে ভালো করতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের অনেকে ম্যাক্সওয়েলকে নিয়ে ট্রল করেছিল। তাদের উদ্দেশে অসি তারকা বলেছেন, আমি এখনো পারফর্ম করতে পারি!

ম্যাক্সওয়েল বলেন, ‘আমি নিশ্চিত, আমার ফর্ম এখনো পড়ে যায়নি। কিছুদিন আগেও আমি ভালোই ব্যাট করেছি। বড় আসরে ভালো করার জন্য মুখিয়ে আছি। আমার সব কিছু ঠিক আছে। আমাকে নিয়ে চিন্তা করার কিছু নেই।’

২৭ নভেম্বর থেকে ভারতের বিরুদ্ধে খেলতে মাঠে নামছে অস্ট্রেলিয়া। এই সিরিজে ম্যাক্সওয়েল কেমন করবে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘উইকেটে গিয়ে আমার নতুন করে কিছু করার প্রয়োজন নেই। তবে এটা ঠিক, প্রথম বল থেকেই আমি চেষ্টা করে ভালো কিছু করার জন্য।’

ম্যাক্সওয়েল বলেন, ‘যদি ব্যাট-বলের সংযোগ ঘটাতে ব্যর্থ হন, তাহলে বুঝতে হবে আপনার সমস্যা হচ্ছে। এমন নয় আমি বলের সঙ্গে ব্যাট লাগাতে পারি না। আমার তো সে সমস্যা নেই। আমি এখন কঠোর অনুশীলন করছি। ইংল্যান্ডের বিরুদ্ধে যেমন পারফর্ম করেছি, এ সিরিজেও তেমন কিছু করে দেখানোর জন্য উদগ্রীব হয়ে আছি।’

সর্বশেষ খবর