মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রাজশাহীর চ্যালেঞ্জ ‘মুশফিক’

ক্রীড়া প্রতিবেদক

রাজশাহীর চ্যালেঞ্জ ‘মুশফিক’

মোহাম্মদ সাইফুদ্দিন প্লেয়ার্স ড্রাফটে ‘এ গ্রেড’-এ ছিলেন না। তারপরও মিনিস্টার গ্রুপ রাজশাহী তাদের প্রথম ডাকেই জাতীয় দলের এই তারকা অলরাউন্ডারকে দলে নিয়েছে। কিন্তু বঙ্গবন্ধু টি-২০ কাপ শুরুর পূর্ব মুহূর্তে এক সপ্তাহের জন্য ছিটকে গেলেন সাইফুদ্দিন। বড় একটা ধাক্কাই খেল রাজশাহী।

এই ধাক্কা কাটিয়ে উঠতে প্রথম ম্যাচ থেকেই যেন বাড়তি উদ্যোমী উত্তরাঞ্চলের দলটি। বঙ্গবন্ধু টি-২০ কাপের উদ্বোধনী দিনে আজ দলটি মুখোমুখি হচ্ছে বেক্সিমকো ঢাকার বিরুদ্ধে। মুশফিকুর রহিমের দলের বিরুদ্ধে লড়াই। রাজশাহীর বড় জন্য বড় হুমকিও ‘মিস্টার ডিপেন্ডেবল’। তাই মুশফিককে শুরুতেই আটকে দেওয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নামছে দলটি।

মোহাম্মদ সাইফুদ্দিন না থাকলেও প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক হয়ে মাঠে নামছে ঢাকা। প্রথম ম্যাচে জয় দিয়েই বঙ্গবন্ধু টি-২০ কাপ শুরু করতে চাচ্ছে। তবে করোনার মধ্যে হাজারও প্রতিকূলতার পরও টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে তাতেই যেন রোমাঞ্চিত মুশফিক। মিস্টার ডিপেন্ডেবল বলেন, ‘আমরা তো সবাই চাই খুব ভালো একটা টুর্নামেন্ট হবে। এই বছরই প্রথম লোকাল টি-২০ টুর্নামেন্ট হবে। খুবই রোমাঞ্চিত। আশা করছি বেক্সিমকো ঢাকার হয়ে যাতে খুব ভালো একটা শুরু করতে পারি এবং সেটা যেন শেষ করতে পারি।’

প্লেয়ার্স ড্রাফটে পাঁচ দলের মধ্যে প্রথম ডাকার সুযোগ পেয়েছিল বেক্সিমকো ঢাকা। সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার থাকার পরও তারা দলে নিয়েছে মুশফিকুর রহিমকে। অধিনায়কত্বের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে। বঙ্গবন্ধু টি-২০ কাপে নেতৃত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন মুশফিক। ঢাকাকে চ্যাম্পিয়ন করতে চান তিনি। মুশফিক বলেন, ‘অধিনায়কত্বের ব্যাপারটা অনেক সময় নির্ভর করে ফ্র্যাঞ্চাইজিরা কী চায়। প্রেসিডেন্টস কাপ বা অন্যান্য সময় বোর্ডের অধীনে কিছু প্লেয়ার আছে তাদের সুযোগ দিলে ভবিষ্যতে ভালো হতে পারে। এখন তারা মনে করেছে যে আমি হয়তো সঠিক ব্যক্তি যে গাইড করতে পারে। এটাও একটা চ্যালেঞ্জ ক্যাপ্টেন হিসেবে নাম্বার ওয়ান করা। ইনশাআল্লাহ সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি প্রস্তুত। আমার টিমে যারা আছে তারা যদি সার্পোটটা করে, এটা অসম্ভব না।’

রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিক প্রেসিডেন্টস কাপে একই দলে খেলেছেন। আজ দুজন একে অপরের প্রতিদ্বন্দ্বী। মাঠে নেমে নাজমুলের প্রথম টার্গেট থাকবে মুশফিকে শুরুতেই আটকে দেওয়া। রাজশাহী ক্যাপ্টেন বলেন, ‘মুশফিক ভাইয়ের সঙ্গে বেশ কয়েকটা ইনিংসে ব্যাটিং করার সুযোগ হয়েছিল। অনেক কিছুই জানা আছে। আশা করছি যে, যদি আমাদের বোলাররা যদি তাদের পরিকল্পনা অনুযায়ী বল করতে পারে। অবশ্যই মুশফিক ভাইকে তাড়াতাড়ি আউট করার মতো সক্ষমতা রাখে।’

ক্রিকেট অনেকটা লটারির মতো! আগে থেকে কোনো দলের গায়ে ফেবারিট তকমা লাগানো কঠিন। তবে নির্দিষ্ট দিনে তারা ভালো করবে ফল তাদের দিকেই যাবে। ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি টি-২০তে গুরুত্ব বেশি পায় ফিল্ডিং। এক ওভার বা এক বলেও ম্যাচের গতি পরিবর্তন হয়ে যেতে পারে। এমনকি একটি ‘ভালো ফিল্ডিং’ পাল্টে দিতে পারে ম্যাচের চিত্র।

তাই ফিল্ডিংয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছেন নাজমুল। তিনি বলেন, ‘আগে এই জিনিসটা (ফিল্ডিং) নিয়ে অনেক চিন্তা করতাম আমরা সবাই। এখন সবাই সবার জায়গা থেকে ভালোভাবে প্রস্তুত। আমার কাছে মনে হয় সবাই ব্যক্তিগতভাবে নিজের ফিল্ডিং অনুশীলন নিয়মিত করে। আমার মনে হয় না খুব বেশি প্রভাব ফেলবে।’

সর্বশেষ খবর