মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
বাংলাদেশ-কাতার

ফুটবলেও ‘ইয়ো ইয়ো’ টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলেও ‘ইয়ো ইয়ো’ টেস্ট

করোনাভাইরাসে ৮ মাস বাইরে থেকেও নেপালের বিপক্ষে প্রীতিম্যাচে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবুও জামাল ভূঁইয়াদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন ফিটনেস কোচ ইভানযজিলস। তাই বিপ টেস্ট থেকে সরে এসে ক্রিকেটের মতো ইয়ো ইয়ো টেস্ট চালু করেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্ব দ্বিতীয় লেগে দোহা স্টেডিয়ামে কাতারের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জামালরা। গতকাল ফুটবলাররা ইয়ো ইয়ো টেস্ট দিয়েছেন। পরে ভিডিও বার্তায় ইভান জানান, খেলোয়াড়দের ফিটনেস সম্পর্কে আরও ধারণা পেতে বিপ টেস্টের জায়গায় পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, ইয়ো ইয়ো টেস্ট আরও উন্নত মানের। ফুটবলারদের প্রকৃত ফিটনেস বের হয়ে আসবে।

ফিজিও বলেন, ইয়ো ইয়োতে ফুটবলারদের অবস্থা দেখে আমি খুশি। দিন দিন ওরা ইমপ্রুভ করছে। একটা জিমশেসনও চলছে। দুটি প্রীতিম্যাচে ফুটবলারদের ফিটনেস বোঝা যাবে। এরপর আরও টেস্ট হবে। আমার বিশ্বাস কাতারের বিপক্ষে ম্যাচের আগে ফুটবলারদের জড়তা যতটুকু আছে তা কেটে যাবে। তবে ফিটনেসই সব না। কাতার খুবই শক্তিশালী প্রতিপক্ষ। ওদের বিপক্ষে সেরাটা দিতে পারলেই ভালো কিছু ঘটবে।

উল্লেখ্য, গত মাসে বাংলাদেশের ক্রিকেটেও চালু হয়েছে ইয়ো ইয়ো টেস্ট। বিপ টেস্টে বিভিন্ন ধাপে টানা দৌড়াতে হয়। ইয়ো-ইয়োতে ৫-১০ সেকেন্ড বিরতি নেওয়ার সুযোগ থাকে। পর্যায়ক্রমে কমে আসে দৌড়ানোর সময়। রবিবার থেকেই দোহায় জামালদের অনুশীলন শুরু হয়েছে। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ বলেন, অনুশীলন ভালোই হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হচ্ছে। ম্যাচের আগে আরও একবার করোনা টেস্ট করা হবে। এখানে কেউ পজিটিভ শনাক্ত হলে মাঠে নামতে পারবে না। এ নিয়ে কিছুটা দুশ্চিন্তাও আছে বাংলাদেশে। জীবন ইনজুরি ও মানিক করোনা আক্রান্তে দোহায় যেতে পারেননি। স্ট্রাইকার পজিশনে জীবন না থাকাটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা বলা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর