মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শেষ হলো ‘কোচদের ট্রেনিং’

ক্রীড়া প্রতিবেদক

নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর বদলে গেছে স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের গতি। করোনা ভীতিকে দূরে ঠেলে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রথম মাসে আয়োজন করা হয় ‘ট্রেনারদের ট্রেনিং’। স্কোয়াশ বাংলাদেশ তেমন একটা পরিচিত নয়। তাই নতুন কমিটি প্রথম উদ্যোগে কোচদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল। মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শেষে গতকাল জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে কোচদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও ফেডারেশনের সভাপতি লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিমানবাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে এম এহসানুল হক প্রমুখ।

কার্যকরী কোনো উদ্যোগ না থাকায় দীর্ঘদিন ঝিমিয়ে পড়েছিল স্কোয়াশ ফেডারেশন। সম্ভাবনাময় এই ক্রীড়াকে নতুন করে জাগিয়ে তুলতে এবং তরুণদের মধ্যে এর গুরুত্ব বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিয়মিত টুর্নামেন্ট করার ব্যাপারেও প্রতিজ্ঞা ফেডারেশন। সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের যে আবহাওয়া ও মানুষের সামর্থ্য তাতে স্কোয়াশ খুবই সম্ভাবনাময় একটি খেলা। এখন দরকার সঠিক ও যথাযথ উদ্যোগ। এখন সেই কাজটাই করার চেষ্টা করছি। এখন থেকে নিয়মিত টুর্নামেন্ট হবে। থাকবে আকর্ষণীয় প্রাইজমানিও।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর