মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ছোট হয়ে আসছে বাংলাদেশ গেমস

ক্রীড়া প্রতিবেদক

এতদিন শেষই হয়ে যেত বাংলাদেশ গেমস। কিন্তু করোনাভাইরাসে তা ঝুলে আছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন চাচ্ছে আগামী বছর গেমসের আয়োজনে। সেনাবাহিনীর প্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় তা আলোচনা হয়েছে। তবে গেমস হলেও তা হবে ছোট পরিসরে। বিভিন্ন ডিসিপ্লিনে প্রায় ১০ হাজার ক্রীড়াবিদ অংশ নেওয়ার কথা ছিল। এখন তা কমিয়ে ৫ হাজারে আনা হবে।

শুধুমাত্র ঢাকাতেই অনুষ্ঠিত হবে গেমস। এখন সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের ওপর।

বৈঠকে এটাও সিদ্ধান্ত হয়েছে দেশের বাইরে কয়েকটি গেমসে অংশ নেবে বাংলাদেশ।

সর্বশেষ খবর