বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ইন্টারের মাঠে রিয়ালের চ্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক

ইন্টারের মাঠে রিয়ালের চ্যালেঞ্জ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ইতালিয়ান ক্লাব ইন্টারমিলানের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। আগের তিন ম্যাচে এক জয় ও এক ড্রতে চার পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ বি গ্রুপের তিন নম্বরে অবস্থান করছে। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চারে আছে ইন্টার মিলান। এই গ্রুপের শীর্ষে আছে জার্মান ক্লাব বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখ। জিদানের শিষ্যদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নিজেদের মাঠে ইন্টার মিলান ৩-২ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের সামনে কঠিন সমস্যা। সার্জিও রামোস ইনজুরিতে। তিনি হয়তো মাঠে থাকবেন না আজ। করিম বেনজেমাও আজ সাইডবেঞ্চে থাকতে পারেন। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ অনেকটাই শক্তিহীন হয়ে যাবে। ইন্টার মিলান এই সুযোগে গত ম্যাচে হারের প্রতিশোধটা নিতে পারে কি না দেখা যাক!

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এ গ্রুপের ম্যাচে তারা আজ মুখোমুখি হবে অস্ট্রিয়ান ক্লাব স্যালজবার্গের। আগের তিন ম্যাচ টানা জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। আর একটা জয় পেলেই নকআউটপর্ব নিশ্চিত হয়ে যাবে ব্যভারিয়ানদের। এই গ্রুপের অপর ম্যাচে আজ মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও লুকোমোটিভ মস্কো। অ্যাটলেটিকো ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দুইয়ে অবস্থান করছে। চ্যাম্পিয়ন্স লিগে ২০১৯ সালের চ্যাম্পিয়ন লিভারপুলও মাঠে নামছে আজ। ডি গ্রুপের ম্যাচে অলরেডরা মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব আটলান্টার। প্রথম তিন ম্যাচ জিতে লিভারপুল ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। আজ জিতলেই নকআউটপর্ব নিশ্চিত হয়ে যাবে লিভারপুলের। এছাড়াও গার্ডিওলার  ম্যানসিটি আজ মুখোমুখি হবে গ্রিক ক্লাব অলিম্পিয়াকসের। সি গ্রুপে প্রথম তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি। 

জিতলেই তাদের নকআউটপর্ব নিশ্চিত হবে। এই গ্রুপের অপর ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তো খেলবে ফরাসি ক্লাব মার্সেইয়ের বিপক্ষে।

সর্বশেষ খবর