বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

এগিয়ে থেকেও জামালদের হার

ক্রীড়া প্রতিবেদক

এগিয়ে থেকেও জামালদের হার

৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। কঠিন সেই ম্যাচ খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। গতকাল প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলেও  হেরে গেছেন জামাল ভূঁইয়ারা। কাতার আর্মি ফুটবল দলের কাছে ৩-২ গোলের পরাজয় স্বীকার করেছে লাল-সবুজের জার্সিধারীরা। তবে ম্যাচের বেশ কিছুটা সময় এগিয়ে ছিল বাংলাদেশ।

গতকাল ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। কাতার আর্মি দলের ভুল ব্যাকপাসে বল পেয়ে একক প্রচেষ্টায় গোল করেন ইব্রাহিম। এরপর পঁচিশ মিনিট এই ব্যবধান ধরে রাখে বাংলাদেশ। তবে তপু বর্মণের ভুল ব্যাকপাসে কাতার আর্মি দল ম্যাচের ২৯ মিনিটে সমতায় ফেরে। দলটির পক্ষে গোল করেন ইউসুফ আলী। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই কাতার আর্মি দলের আক্রমণের মুখে পড়ে বাংলাদেশের ডিফেন্স লাইন। ৫০ ও ৫৫ মিনিটে দুটো গোল করেন কাতার আর্মি দলের  জোসতেক ওয়াদভি। ৩-১ গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ। তবে হাল ছাড়েনি বাংলাদেশ।

বেশ কয়েকবারই গোলের সুযোগ তৈরি করে। ম্যাচের ৮৫ মিনিটে বাবলু গোল করে ব্যবধান কমান। এরপর আর গোলের দেখা পায়নি  কোনো পক্ষই। ৩-২ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়েন জামাল ভূঁইয়ারা।

বাংলাদেশ দলকে পরখ করতে ম্যাচে ৯ জনকে বদলি নামান কোচ। আগামী ২৮ নভেম্বর আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গতকাল ম্যাচের পর সবুজ বলেন, ‘আমরা প্রত্যেকেই নিজের সেরাটা দিয়ে খেলেছি। আরও একটা ম্যাচ আছে ২৮ নভেম্বর। সেই ম্যাচে আরও ভালো খেলে নিজেদের প্রস্তুতি সারতে পারব আশা করি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর