শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শোকের সাগরে ভক্তরা

রাশেদুর রহমান

শোকের সাগরে ভক্তরা

আর্জেন্টিনার প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে দিয়েগো ম্যারাডোনার প্রতি ভালোবাসা জানাতে লাখো ভক্তের ভিড় -এএফপি

আর্জেন্টিনায় বোকা জুনিয়র্স আর রিভারপ্লেটের ম্যাচ মানেই শহরে বাড়তি নিরাপত্তা-ব্যবস্থার কড়াকড়ি। যে কোনো মুহূর্তেই দুই দলের সমর্থকদের মধ্যে মারামারি বাধতে পারে। শহরে হতে পারে ভাঙচুর। অথচ গতকাল ভিন্ন দৃশ্য দেখা গেল। বোকা জুনিয়র্সের এক সমর্থককে বুকে জড়িয়ে আছেন রিভারপ্লেট সমর্থক। আরেকজন তাকে সান্ত্বনা দিচ্ছেন।

দিয়েগো ম্যারাডোনার চিরবিদায়ে ব্যথিত সমর্থকরা ভুলে গেছেন ক্লাব ফুটবলের শত্রুতা। ব্রাজিল সমর্থকরাও অঝোরে অশ্রু ঝরিয়েছেন বিশ্বজুড়ে। ম্যারাডোনার মতো ফুটবলার যে দলের অনেক ঊর্ধ্বে তারই প্রমাণ মিলল। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির মৃত্যুতে শোকের মিছিল ছুটছেই চারদিকে। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে সমর্থকরা ভালোবাসা নিবেদন করেছেন। ম্যারাডোনাকে ফুল দিয়ে বিদায় জানাতে লাখ লাখ মানুষ ভিড় জমিয়েছিলেন। স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত প্রিয় তারকাকে ভালোবাসা জানিয়েছেন সমর্থকরা। এরপরও লাখ লাখ মানুষ বাকি রয়ে গিয়েছিল। ম্যারাডোনার বাড়ির সামনে ফুলের স্তূপ হয়ে গেছে। মানুষ দিনরাত সেখানে ভিড় করছেন। কেউ কান্নায় ভেঙে পড়ছেন। কেউ অপরকে সান্ত্বনা দিচ্ছেন। কেউ ম্যারাডোনার ছবি বুকে জড়িয়ে নীরবে শোক প্রকাশ করে চলেছেন।

বুয়েন্স এইরেসের মতোই কাঁদছে ম্যারাডোনার প্রিয় শহর নেপোলি। যে অখ্যাত দলকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। সেই নেপোলি নিজেদের মাঠে গত বৃহস্পতিবার ইউরোপা লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়ান ক্লাব রিয়েকার। ম্যাচটা ২-০ গোলে জিতেছে নেপোলি। ম্যাচের আগে দলের সব ফুটবলারই ‘ম্যারাডোনা ১০’ লেখা জার্সি গায়ে মাঠে নেমেছেন। প্রিয় তারকার প্রতি ভালোবাসা জানাতে নেপেলির স্যান পাওলো স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন হাজার হাজার সমর্থক। তারা দাবি জানিয়েছেন, নেপোলির স্যান পাওলো স্টেডিয়াম ম্যারাডোনার নামে হোক। এ দাবির সঙ্গে সহমত প্রকাশ করেছেন শহরটির মেয়রও। শিগগিরই হয়তো নেপোলির স্টেডিয়াম হবে ম্যারাডোনার নামে।

ম্যারাডোনার মৃত্যুর পর থেকেই শোকের সাগরে হাবুডুবু খাচ্ছে কোটি কোটি ফুটবলপ্রেমী। যারা ম্যারাডোনার খেলা দেখেছেন, তারা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছেন। যারা খেলা দেখেননি, তারাও ম্যারাডোনাকে ভালোবেসেছেন। অনলাইনে তার বাম পায়ের জাদু দেখতে শত শতবার উঁকি দিয়েছেন। গতকালও জিনেদিন জিদান, হোসে মরিনহো, মিশেল প্লাতিনির মতো ফুটবল তারকারা ম্যারাডোনার চিরবিদায়ে নিজেদের শোক জানিয়েছেন। কেউ তাকে অভিভাবক বলেছেন, কেউ বলেছেন বন্ধু। মিশেল প্লাতিনি ম্যারাডোনাকে তুলনা করতে গিয়ে বলেছেন, জিদান ফুটবল নিয়ে যা করতেন ম্যারাডোনা একটা কমলা দিয়েও তা করতে পারতেন। ফুটবল দুনিয়া এভাবেই ম্যারাডোনার স্মরণে শোক প্রকাশ করতে থাকবে ভবিষ্যতেও!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর