শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নিউজিল্যান্ডের রোমাঞ্চকর জয়

ক্রীড়া ডেস্ক

অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টিবিঘিœত ম্যাচটি বারবার রং পাল্টেছে। উত্তেজনার চরমে পৌঁছানো টি-২০ ম্যাচটিতে অবশ্য শেষ হাসি হেসেছে স্বাগতিক নিউজিল্যান্ড। এ ম্যাচ দিয়েই করোনাভাইরাসকালীন আন্তর্জাতিক ম্যাচ ফিরেছে নিউজিল্যান্ডে। ডাক-ওয়ার্থ লুইস (ডিএল) মেথড ম্যাচটিতে নিউজিল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে। বৃষ্টি-বাধায় ম্যাচটি নির্ধারিত হয় ১৬ ওভারে। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে সংগ্রহ করে ১৬ ওভারে ৭ উইকেটে ১৮০ রান। দলটিকে পাহাড়সম স্কোর গড়তে সহায়তা করেন কাইরন পোলার্ড ৩৭ বলে ৮ ছক্কা ও ৪ চারে ৭৫ রানে অপরাজিত ইনিংস খেলে। অবশ্য ব্ল্যাক ক্যাপসদের ফাস্ট বোলার ফার্গুসন ক্যারিয়ার-সেরা বোলিং করে ২১ রানের খরচে নেন ৫ উইকেট। বৃষ্টিতে খেলা কার্টেল হওয়ায় নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ১৭৬ রান। স্বাগতিকরা টপকে যান ৪ বল হাতে রেখে।

স্বাগতিকদের জয় উপহার দেন নিশাম ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে। আগামীকাল তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি মাউন্ট মঙ্গুইতে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড।   

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ : ১৮০/৭, ১৬ ওভার (ফ্লেচার ৩৪, কিং ১৩, পোলার্ড ৭৫*, অ্যালেন ৩০। সাউদি ২/২২, ফার্গুসন ৫/২১)।

নিউজিল্যান্ড : ১৭৯/৫, ১৫.২ ওভার (সেইফার্ট ১৭, কনওয়ে ৪১, ফিলিপস ২২, নিশাম ৪৮*, স্যান্টনার ৩১*। কটরেল ১/৩০, টমাস ২/২৩, পোলার্ড ১/১৬)। .২-০-১৬-১),

ফল : নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।

সর্বশেষ খবর