শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধু দূরপাল্লা সাঁতার

ক্রীড়া প্রতিবেদক, গোপালগঞ্জ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মধুমতি নদীতে ‘বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আজ। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে, ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় দিনব্যাপী চলবে এ প্রতিযোগিতা।

চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত ১৪ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন। এদের মধ্যে বিভিন্ন বয়সের সাতজন পুরুষ সাঁতারু এবং সাতজন নারী সাঁতারু রয়েছেন। চূড়ান্তভাবে নির্বাচিত সাতজন পুরুষ সাঁতারু জেলার মধুমতি নদীর কংশুর থেকে হরিদাসপুর ব্রিজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন।

গোপালগঞ্জের শেখ মনি অডিটোরিয়ামে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

সর্বশেষ খবর