শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দায়িত্বহীনতায় ম্যারাডোনার মৃত্যু!

ক্রীড়া ডেস্ক

দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে অভিযোগ তোলা হয়েছে। তাঁর আইনজীবী মাতিয়াস মোরলা বলেন, ‘ম্যারাডোনার অবস্থা অবশ্যই সংকটপন্ন ছিল। তবু চেষ্টা করলে হয়তো বা অবস্থার পরিবর্তন ঘটত। কিন্তু ক্লিনিকের দায়িত্বহীনতার কারণে তা আর সম্ভব হয়নি।’ এ অভিযোগটা আনা হয়েছে লা প্লাতা আইপেনসা ক্লিনিকের বিরুদ্ধে। যেখানে তিনি কিছু দিন আগে ভর্তি ছিলেন। ম্যারাডোনোর আইনজীবী মাতিয়াস মোরলা বলেন, ‘ম্যারাডোনার হার্ট অ্যাটাক হওয়ার পরই সঙ্গে সঙ্গে আমরা লা প্লাতা ক্লিনিকে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলি। দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে বলে তারা ফোন রেখে দেয়। প্রায় ৩০ মিনিট পর অ্যাম্বুলেন্স আসায় সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মৃত্যুবরণ করেন ম্যারাডোনা।’

মোরলা আক্ষেপ করে বলেন, ‘এ ক্ষেত্রে প্লাতা ক্লিনিক শুধু দায়িত্বহীনতার পরিচয়ই দেয়নি, আমি বলব অপরাধমূলক কাজ করেছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো গেলে বাঁচানোর শেষ চেষ্টা তো করা যেত।’ আইনজীবী তাঁর লিখিত বিবৃতিতে ঘটনার তদন্ত দাবি করেন। ‘কেননা মৃত্যুর ১২ ঘণ্টা আগে ম্যারাডোনার অবস্থা যখন অবনতির দিকে যাচ্ছিল তখনো ডাক্তার ডেকে পাওয়া যায়নি। সে ক্ষেত্রে ম্যারাডোনার মৃত্যুকে কোনোভাবে আমি স্বাভাবিক বলব না। আমার বিশ্বাস, আর্জেন্টিনা সরকার বিষয়টি খতিয়ে দেখবে।’

সর্বশেষ খবর