রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মুস্তাফিজের বিধ্বংসী বোলিং

মুস্তাফিজ : ৩.৫-০-৫-৪

ক্রীড়া প্রতিবেদক

মুস্তাফিজের বিধ্বংসী বোলিং

দলে তারকা ক্রিকেটারের সংখ্যা যে কয়জনই হউক না কেন, ম্যাচ উইনার বেশ কয়েকজন। মুস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, এমন কি অধিনায়ক মোহাম্মদ মিথুনও পরীক্ষিত ম্যাচ উইনার। এসব ক্রিকেটারদের নিয়ে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ কাপে দুর্দান্ত খেলছে গাজী গ্রুপ চট্টগ্রাম। মিথুনের অধিনায়কত্বে দুর্দান্ত ক্রিকেট খেলে গতকাল টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। মিরপুর স্টেডিয়ামে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে তারকা খচিত খুলনাকে ৮৬ রানে গুটিয়ে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। প্রথম ম্যাচেও চট্টগ্রাম ৯ উইকেটে হারিয়েছিল বেক্সিমকো ঢাকাকে। খুলনার এটা তিন ম্যাচে টানা দ্বিতীয় হার। দিনের দ্বিতীয় ম্যাচের তামিম ইকবালের অপরাজিত ৭৭ রানে ভর করে বরিশাল ৫ উইকেটে হারিয়েছে রাজশাহীকে। বরিশালের এটা দ্বিতীয় ম্যাচের প্রথম জয়। রাজশাহীর তৃতীয়  ম্যাচে প্রথম হার।

শীত শুরু। কুয়াশা পড়ছে দিনভর। গতকাল চট্টগ্রাম-খুলনা ম্যাচে কুয়াশায় উইকেট ছিল ভেজা। সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়েছেন চট্টগ্রামের পেসাররা। কাজে লাগিয়েছেন মুস্তাফিজ। কাটার মাস্টার একাই ধ্বসিয়ে দিয়েছেন তারকানির্ভর খুলনার ব্যাটিং লাইন। ৩.৫ ওভারের স্পেলে রান দিয়েছে মাত্র ৫। তুলে নিয়েছেন আরিফুল হক, শামীম হোসেন, রিশাদ হোসেন ও আল আমিনের উইকেট। ঢাকার বিপক্ষেও দুরন্ত ছিলেন মুস্তাফিজ। ৯ উইকেটে জয়ী ওই ম্যাচে কাটার মাস্টার ৩.২ ওভারের স্পেলে ১৩ রানের খরচে নিয়েছিলেন ২ উইকেট। মুস্তাফিজের সঙ্গে পাল্লা দিয়ে দারুণ বোলিং করেছেন পেসার নাহিদুল ও বাঁ হাতি স্পিনার তাইজুল। দুজনেই উইকেট ২টি করে। আগের দুই ম্যাচের মতো গতকালও ব্যর্থ ছিলেন এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান। ব্যাটিং ৩ রান ও বোলিংয়ে ছিলেন উইকেটশূন্য।

মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে খুলনা ১৭.৫ ওভারে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায়। চলতি আসরে সর্বনি¤œ স্কোর এটি। ৮৭ রানের টার্গেট চট্টগ্রাম ছুঁয়ে ফেলে লিটনের হার না মানা ৫৩ রানে ভর করে। ৪৭ বলের ইনিংসটিতে ছিল ৯টি চার।

আগের ম্যাচে করেছিলেন ৩০ রান। ব্যক্তিগত ২৬ রানে সাজঘরে ফিরেন সৌম্য। আগের ম্যাচে অপরাজিত ছিলেন ৪৪ রানে। আগামীকাল খুলনার প্রতিপক্ষ ঢাকা এবং চট্টগ্রামের প্রতিপক্ষ বরিশাল।              

সংক্ষিপ্ত স্কোর :

জেমকন খুলনা : ৮৬/১০, ১৭.৫ ওভার (এনামুল বিজয় ৬, সাকিব ৩, ইমরুল ২১, মাহমুদুল্লাহ ১, জহুরুল ১৪, আরিফুল ১৫, শামীম ১১, শহিদুল ৫, রিশাদ ০, হাসান ১*, আল আমিন ০। নাহিদুল ২/১৫, মুস্তাফিজ ৪/৫, তাইজুল ২/৩০)।

গাজী গ্রুপ চট্টগ্রাম : ৮৭/১, ১৩.৪ ওভার (লিটন ৫৩*, সৌম্য ২৬, মুমিনুল ৫*। মাহমুদুল্লাহ ১/১৬)।

ফল : গাজী গ্রুপ চট্টগ্রাম ৯ উইকেটে জয়ী

ম্যাচসেরা : মুস্তাফিজুর রহমান।

সর্বশেষ খবর