রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

১২ কোটি ২০ লাখ ইউরো ছাড় মেসিদের

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসে বার্সেলোনার মতো ধনী ক্লাব অর্থ সংকটে আছে। তাই ক্লাব ম্যানেজমেন্ট তারকা ফুটবলারদের কাছে অনুরোধ রেখেছিল পারিশ্রমিকের অর্থ ছাড় দিতে। ক্লাবের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে লিওনেল মেসিরা সাড়াও দিয়েছেন। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ক্লাব কর্মকর্তারা। প্রায় ১২ কোটি ২০ লাখ ইউরোর বেতন কমাচ্ছেন ক্লাবের ফুটবলাররা। মেসিই বুঝিয়ে শুনিয়ে সবাইকে রাজি করিয়েছেন। আগামী তিন বছর ধরে এই বেতন কাটা হবে। অথচ কিছুদিন আগেও মেসিরা বলেছিলেন বেতন কমানোর প্রশ্নই ওঠে না। করোনার কারণে বেতন খাতে কোন ক্লাব কত বাজেট তৈরি করবে তা জানিয়ে দিয়েছিল লা-লিগা কর্তৃপক্ষ। ২০২০-২১ মৌসুমে বেতনের জন্য বার্সার সর্বোচ্চ ৩৮ কোটি ২৭ লাখ ইউরো খরচ করতে পারবে। বেতন ছাড় দিলেও আগামী তিন বছর মেসিদের বেতন বাবদ ৫ কোটি ইউরো দিতেই হবে ক্লাবকে।

 

সর্বশেষ খবর