সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জয়ে ফিরতে মরিয়া ঢাকা

ক্রীড়া প্রতিবেদক

জয়ে ফিরতে মরিয়া ঢাকা

দুর্দান্ত ক্রিকেট খেলছে গাজী গ্রুপ চট্টগ্রাম। মোহাম্মদ মিথুনের নেতৃত্বে চট্টগ্রাম প্রতিপক্ষ দলগুলোতে দাঁড়াতেই দিচ্ছে না। লিটন দাস, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমানরা দুমড়ে-মুচড়ে দিচ্ছেন দলগুলোকে। বেক্সিমকো ঢাকা ও জেমকন খুলনাকে ৯ উইকেটের আকাশসম ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম। আজ মিথুন বাহিনীর প্রতিপক্ষ তামিম ইকবালের ফরচুন বরিশাল। দুই ম্যাচে তামিম বাহিনীর হারজিত একটি করে। দুই দল নিজেদের তৃতীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ কাপের পয়েন্ট টেবিলের তলানির দুই দল। টানা দুই ম্যাচ হারের ধাক্কা সামলে জয়ের রাস্তায় উঠতে চায় মুশফিকুর রহিমের ঢাকা। প্রতিপক্ষ খুলনার চতুর্থ ম্যাচ এটা। টানা দুই হারের ব্যর্থ থেকে জয়ে ফিরতে চায় মাহমুদুল্লাহর খুলনা।

টুর্নামেন্টে কাগজে কলমে শক্তিশালী দল খুলনা। কিন্তু ম্যাচ উইনার বেশি চট্টগ্রামে। প্রথম ম্যাচে মিথুনের চট্টগ্রাম ঢাকাকে ৯ উইকেটে হারায় ৯.৫ ওভার বা ৫০ বল হাতে রেখে। ম্যাচটিতে টাইগারদের দুই তারকা ক্রিকেটার সৌম্য সরকার ও লিটন দাস দুর্দান্ত ব্যাটিং করে যাত্রা করে টুর্নামেন্টে। ম্যাচটিতে ঢাকাকে গুটিয়ে দিয়েছিল মাত্র ৮৮ রানে। দ্বিতীয় ম্যাচে দুরন্ত বোলিং করেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। ৩.৫ ওভারের স্পেলে ৫ রানের খরচে তুলে নেন ৪ উইকেট। তার বিধ্বংসী বোলিংয়ে খুলনা মাত্র ৮৬ রানে গুটিয়ে যায়। ১৩.৪ ওভারে তুলে নেয় ৯ উইকেটের জয়। লিটন অপরাজিত থাকেন ৫৩ রানে। টানা দুই জয় পাওয়া মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ৫ উইকেট হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পায় বরিশাল। ম্যাচে কামরুল ইসলাম রাব্বি সুইং ও গতির ব্যবধানে ২১ রানের খরচে নেন ৪ উইকেট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর