মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ঘরের মাঠে অ্যাটলেটিকোর বায়ার্ন-পরীক্ষা

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ কঠিন লড়াইয়ে নামছে দিয়েগো সিমিওনের দল অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে তারা মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। আগেই নকআউটপর্ব নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ (চার ম্যাচে ১২ পয়েন্ট)। অ্যাটলেটিকো ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। তবে আজ হারলে বেশ বিপদেই পড়বে অ্যাটলেটিকো। নকআউটপর্ব নিশ্চিত করাই কঠিন হয়ে যাবে তাদের।

এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ ইউক্রেনিয়ান ক্লাব শাখতারের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে এই দলের কাছেই আগের লেগে ৩-২ গোলে হেরেছিল জিনেদিন জিদানের দল। এবার শাখতারের মাঠে রিয়াল মাদ্রিদ কী করে তাই দেখার বিষয়। বি গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। এই গ্রুপে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মান ক্লাব বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখ। বি গ্রুপে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান ২ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে। শাখতার ৪ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

ফেবারিট লিভারপুল আজ মুখোমুখি হবে ডাচ ক্লাব আয়াক্সের।

লিভারপুল ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে আছে। আয়াক্স ৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। এই গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে আছে ইতালিয়ান ক্লাব আটলান্টা। আজ জিতলেই নকআউটপর্ব নিশ্চিত হবে লিভারপুলের। সি গ্রুপে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ আজ পোর্তোর। ম্যানসিটি ১২ পয়েন্ট নিয়ে আগেই নকআউটপর্ব নিশ্চিত করেছে। পোর্তো আজ ড্র করলেও নকআউটপর্ব নিশ্চিত করবে।

 

সর্বশেষ খবর