বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মাশরাফির ‘অসমাপ্ত’ অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক

মাশরাফির ‘অসমাপ্ত’ অনুশীলন

শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে গতকাল অনুশীলন করছিল গাজী গ্রুপ চট্টগ্রাম ও ফরচুন বরিশালের ক্রিকেটাররা। বেলা ১২টার দিকে দেখা যায়, জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। জাতীয় দলের ট্রেনার তুষার কান্তি হাওলাদারের তত্ত্বাবধানে ফুল রানআপে চার ওভার বোলিংও করেছেন তিনি। এরপর অনুশীলন অসমাপ্ত রেখেই চলে যেতে হয়েছে নড়াইল এক্সপ্রেসকে।

কারণ, বঙ্গবন্ধু টি-২০ কাপের দলগুলো অনুশীলন করছিল বায়ো-সিকিউর বাবলে থেকে। সেখানে বাইরে থেকে মাশরাফির যাওয়ার কথা নয়। অবশ্য মাশরাফির অনুশীলন করার কথা ছিল ইনডোরের পাশের মাঠে। কিন্তু তিনি ভুল করে চলে গিয়েছিলেন একাডেমি মাঠে। সেটা বোঝার সঙ্গে সঙ্গে চলেও গেছেন।

করোনার কারণে বিরতি দিয়ে অন্য ক্রিকেটাররা মাঠে ফিরলেও ইনজুরির কারণে তাদের সঙ্গে ফেরা হয়নি ম্যাশের। অবশেষে দীর্ঘ ৯ মাস পর অনুশীলন শুরু করেছেন। মাশরাফির জন্য বঙ্গবন্ধু টি-২০ কাপের দরজা খোলা রাখা হয়েছে। আগেই বলা হয়েছিল, যেকোনো দল চাইলেই তাকে স্কোয়াডে নিতে পারবে।

 

 

সর্বশেষ খবর