বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শাখতারের মাঠেও হারল রিয়াল

ক্রীড়া ডেস্ক

শাখতারের মাঠেও হারল রিয়াল

রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার ডনেস্কের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছিল। ওই ম্যাচে রিয়ালের ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে একটা আত্মঘাতী গোল করে প্রতিপক্ষের জয়ে অবদান রেখেছিলেন। মঙ্গলবার শাখতারের মাঠে খেলতে নামার আগে জিনেদিন জিদানের শিষ্যদের মনে ছিল প্রতিশোধের আগুন। কিন্তু প্রতিশোধ নেওয়া হলো না রিয়াল মাদ্রিদের। শাখতারের মাঠে লস ব্ল্যাঙ্কোসরা হেরেছে ২-০ গোলে। শাখতারের পক্ষে গোল দুটি করেন ডেনটিনহো এবং ম্যানোর সলোমন। এ জয়ে শাখতার ডনেস্ক বি গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে গেল। রিয়াল মাদ্রিদ সমান পয়েন্ট নিয়েও তিনে নেমে গেছে। জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড এই গ্রুপে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। মঙ্গলবার তারা ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের কাছে ৩-২ গোলে হেরেছে। ইন্টার মিলান ৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে। বি গ্রুপ থেকে নকআউটপর্ব নিশ্চিত করতে পারে যে কোনো দলই! শেষ ম্যাচটা এই গ্রুপে জন্য অলিখিত ফাইনাল হয়ে গেল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আগেই নকআউটপর্ব নিশ্চিত করেছিল বায়ার্ন মিউনিখ। এবার তারা গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করে নিল। মঙ্গলবার বায়ার্ন মিউনিখ ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। অ্যাটলেটিকোর পক্ষে গোল করেছেন হুয়াও ফেলিক্স। অন্যদিকে বায়ার্ন মিউনিখের পক্ষে গোল করেছেন থমাস মুলার। এ গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাটলেটিকো। শেষ ম্যাচটা ফাইনাল হয়ে গেল অ্যাটলেটিকোর জন্য।

সি গ্রুপে আগেই নকআউটপর্ব নিশ্চিত করেছিল ম্যানসিটি। বাকি ছিল গ্রুপের শীর্ষস্থান নির্ধারণ। মঙ্গলবার দুই দল গোল শূন্য ড্র করেছে। এর ফলে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ম্যানসিটি। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পোর্তো। আগের লেগে পোর্তোর বিপক্ষে জয় পাওয়ায় গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়ে গেছে ম্যানসিটির। ডি গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে লিভারপুলও। তারা মঙ্গলবার ১-০ গোলে হারিয়েছে ডাচ ক্লাব আয়াক্সকে। লিভারপুলের পক্ষে জয়সূচক গোলটি করেন কুরটিস জোনস। এ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। এই গ্রুপে ৮ পয়েন্ট নিয়ে ইতালিয়ান ক্লাব আটলান্টা দুইয়ে অবস্থান করছে। তারা মঙ্গলবার ড্যানিশ ক্লাব মিজিল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। আয়াক্স ৭ পয়েন্ট নিয়ে আছে তিনে। শেষ ম্যাচে আয়াক্স-আটলান্টা মুখোমুখি হবে। ড্র করলে আটলান্টাই খেলবে নকআউটপর্বে।

ফলাফল

অ্যাটলেটিকো ১-১ বায়ার্ন মিউনিখ

শাখতার ২-০ রিয়াল মাদ্রিদ

লিভারপুল ১-০ আয়াক্স

মঞ্চেনগ্লাডবাখ ২-৩ ইন্টার মিলান

পোর্তো ০-০ ম্যানসিটি

আটলান্টা ১-১ মিজিল্যান্ড

লুকোমোটিভ মস্কো ১-৩ রেড বুল স্যালজবার্গ

মার্সেই ২-১ অলিম্পিয়াকস

সর্বশেষ খবর