শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বিজয়ের মাসে জয় চান জীবন

ক্রীড়া প্রতিবেদক

বিজয়ের মাসে জয় চান জীবন

‘মাসটা বিজয়ের। বিজয়ের মাসে কাতারকে হারাতে চাই। এ মাসে বাঙালিদের মনোবল থাকে তুঙ্গে। মাঠে তা দেখাতে হবে।’  পরিকল্পনা করে খেলতে পারলে বিজয়ের মাসে ঐতিহাসিক বিজয় সম্ভব। ভারত কাতারের মাটিতেই ড্র করে এশিয়ান চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে। সেরাটা দিতে পারলে আমরা ড্র নয় জয় নিয়েই মাঠ ছাড়ব।’

  কাতার এশিয়ান চ্যাম্পিয়ন। নিঃসন্দেহে আজকের ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ। ঘরের মাঠে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি। তবে জয়ের আশা করছে বাংলাদেশও। নির্ভরযোগ্য স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন বলেছেন, ভুল ত্রুটি শুধরিয়ে মাঠে নামব। কাতার খুবই শক্তিশালী প্রতিপক্ষ। তাদেরকে হারানোটা সত্যিই কঠিন। তবে ভালো খেললে সবকিছুই সম্ভব। আমরা সেরাটা খেলতে চাই। ঢাকায় অসংখ্য গোলের সুযোগ পেয়েও আমরা হেরেছি। সেই ভুল দোহায় করতে চাই না। আমাদের আক্রমণ নিয়ে ভারপ্রাপ্ত কোচ স্টুয়ার্ট কৌশল সাজিয়েছেন। হেড কোচ জেমি ডেও ছক এঁকে দিয়েছেন। আমরা সেভাবে খেলতে পারলে বিজয় সম্ভব। জীবন মুঠোফোনে জানান, মাসটা বিজয়ের। বিজয়ের মাসে কাতারকে হারাতে চাই। এ মাসে বাঙালিদের মনোবল থাকে তুঙ্গে। মাঠে তা দেখাতে হবে। পরিকল্পনা করে খেলতে পারলে বিজয়ের মাসে ঐতিহাসিক বিজয় সম্ভব। ভারত কাতারের মাটিতেই ড্র করে এশিয়ান চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে। সেরাটা দিতে পারলে আমরা ড্র নয় জয় নিয়েই মাঠ ছাড়ব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর