শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ইয়াসিরের ঝড়ো ব্যাটিংয়ে ঢাকার দ্বিতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক

ইয়াসিরের ঝড়ো ব্যাটিংয়ে ঢাকার দ্বিতীয় জয়

ছবি : রোহেত রাজিব

বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রথম ম্যাচে ঢাকা মুখোমুখি হয়েছিল রাজশাহীর। জয়ের নিঃশ্বাস নিতে থাকা ম্যাচটি ২ রানে হেরেছিল মুশফিক বাহিনী। এরপর টানা দুই ম্যাচ হেরে খাঁদের কিনারায় এসে দাঁড়ায় দলটি। চার নম্বর ম্যাচে বরিশালকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় ঢাকা। ওই ম্যাচে ঢাকাকে জয়ের স্বাদ দেন ইয়াসির আলী। গতকালও ইয়াসির জ্বলে ওঠেন। তার ব্যাটে প্রথম ম্যাচে হারের প্রতিশোধ নেয় ঢাকা ২৫ রানের জয়ে। এই জয়ে ঢাকার পয়েন্ট ৫ ম্যাচে ৪। হেরেও রাজশাহীর পয়েন্ট ৪। দুই দলের প্রথম লড়াইয়ে ঢাকা শেষ ওভারে ৯ রান করতে পারেনি। মেহেদি হাসানের স্পিনের বিপক্ষে মাত্র ৬ রান তুলতে পেরেছিলেন মুক্তার আলী। ওই ম্যাচ হারের ব্যর্থতা গতকাল পুষিয়ে দেন মুক্তার ৪ ওভারের স্পেলে ৪ উইকেট নিয়ে।

সেরা চারে থাকতে রাজশাহীকে জিততেই হতো। আশা টিকিয়ে রাখতে ঢাকারও জয়ের বিকল্প ছিল না। এমন সমীকরণের ম্যাচে ঢাকা টস হেরে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৫ রান করে। সর্বোচ্চ ৬৭ রান করেন ইয়াসির। ইয়াসির ৩৯ বলের ইনিংসটিতে ৯টি চার ছাড়াও মেরেছেন একটি ছক্কা। দলীয় ৬৪ রানে বিদায় নেন মুশফিক। ঢাকার অধিনায়ক খেলেন ৩৭ রানের ইনিংস। অধিনায়কের বিদায়ের পর পঞ্চম উইকেট জুটিতে ইয়াসির ও আকবর ১০০ রান যোগ করেন ৫৪ বলে। আকবর অপরাজিত থাকেন ৪৫ রানে। ১৭৬ রানের টার্গেটে ১৫০ রানে গুটিয়ে যায় রাজশাহী। সর্বোচ্চ ৫৮ রান করেন ফজলে রাব্বি।

এ ছাড়া রনি তালুকদার খেলেন ৪০ রানের ইনিংস। ঢাকাকে জয়ী হতে সাহায্য করেন মুক্তার ও রুবেল হোসেন। মুক্তার ৪ উইকেট এবং রুবেল ২ উইকেট নেন।    

 

স্কোর কার্ড

ঢাকা : ১৭৫/৫, ২০ ওভার ( ইয়াসির আলী ৬৭, আকবর আলী ৪৫*, মুশফিকুর রহিম ৩৭। মুকিদুল ইসলাম ২/৩৮, আরাফাত সানি ১/২৬)।

 

রাজশাহী : ১৫০/১০, ১৮.১ ওভার (ফজলে রাব্বি ৫৮, রনি তালুকদার ৪০, ফরহাদ রেজা ১৪। রুবেল হোসেন ২/১৫, মুক্তার আলী ৪/৩৭, শফিকুল ৩/৩১)।

ফল : ঢাকা ৩৫ রানে জয়ী।

ম্যাচসেরা : ইয়াসির আলী 

সর্বশেষ খবর