রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

১ পয়েন্টের অপেক্ষায় কিংস

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ নারী ফুটবল লিগে আর মাত্র ১ পয়েন্ট পেলেই শিরোপা উৎসবে মেতে উঠবে বসুন্ধরা কিংসের মেয়েরা। আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে জামালপুর কাচারিপাড়া একাদশের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। আগের লেগে এ দলের বিপক্ষে ১১-০ গোলে জয় পেয়েছিলেন সাবিনা খাতুনরা।

গতকাল নাসরিন স্পোর্টস একাডেমি ৩-১ গোলে হারিয়েছে এফসি উত্তর বঙ্গকে। নাসরিন একাডেমির পক্ষে দুটি গোল করেছেন রিতু। এ ছাড়া একটি গোল করেছেন স্বপ্না। ১০ ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ নারী লিগে শীর্ষে আছে বসুন্ধরা কিংসের মেয়েরা। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে নাসরিন স্পোর্টস একাডেমি। লিগে মোট ১২টি করে ম্যাচ খেলবে দলগুলো। সেই হিসেবে আজ ড্র করলেই কিংসের পয়েন্ট হবে ৩১। নাসরিন স্পোর্টস একাডেমির নাগালের বাইরে চলে যাবেন সাবিনা খাতুনরা।

বসুন্ধরা কিংসের মেয়েরা এবার লিগ জয়ের পাশাপাশি দারুণ একটা রেকর্ডও গড়তে পারেন। এক মৌসুমে গোলের সেঞ্চুরি করার পথে রয়েছে দলটা। গত ১০ ম্যাচে সব মিলিয়ে ৯২ গোল করেছে তারা। আর মাত্র আটটি গোল করলেই সেঞ্চুরি হয়। আজই কি কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছে যাবেন সাবিানারা! আগের ম্যাচে জামালপুরের বিপক্ষেই তো ১১টা গোল করেছিলেন তারা। বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা খাতুন এবার লিগে ২৫ গোল করেছেন। সবার শীর্ষে আছেন তিনিই। তবে খুব একটা পিছিয়ে নেই কৃষ্ণা রানী সরকারও। তিনি ১৯ গোল করেছেন। ১১ গোল করে বসুন্ধরা কিংসের মেয়ে তহুরা খাতুন আছেন তিন নম্বরে।

 

 

সর্বশেষ খবর