রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নিউজিল্যান্ডের অ্যান্ডারসন এখন যুক্তরাষ্ট্রের

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের অ্যান্ডারসন এখন যুক্তরাষ্ট্রের

একসময় ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন কোরি অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের বাঁ-হাতি অলরাউন্ডার ৩৬ বলে সেঞ্চুরি করে ভেঙেছিলেন পাকিস্তানের শহীদ আফ্রিদির ৩৭ বলের রেকর্ড। এখন অবশ্য রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের, ৩১ বলে। নিউজিল্যান্ডে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরিয়ান অ্যান্ডারসন দেশটির জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। ২৯ বছর বয়স্ক অলরাউন্ডার এখন নাম লিখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ টি-২০ ক্রিকেটে। এর আগে পাকিস্তানের সামি আসলাম ও দক্ষিণ আফ্রিকার ড্যান পিয়েটও চুক্তি করেছেন এ টুর্নামেন্টে। মেজর লিগে এখন পর্যন্ত সবচেয়ে বড় তারকা অ্যান্ডারসনই। তিন বছর ঘরোয়া লিগ খেলে জাতীয়তা পাওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলাই মূলত লক্ষ্য এসব ক্রিকেটারের।

নিউজিল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নাম লেখানোর বিষয়ে অ্যান্ডারসন বলেন, ‘নিউজিল্যান্ড দলে খেলতে পারাটা ছিল আমার জন্য অনেক বড় সম্মান ও গর্বের। নিউজিল্যান্ডের হয়ে আরও অনেক দিন খেলতে চেয়েছিলাম। কিন্তু পরিস্থিতি কখনো এমন হয়ে যায় যে, নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। নিউজিল্যান্ড ক্রিকেট আমার জন্য যা করেছে, সে জন্য আমি কৃতজ্ঞ।’ নিউজিল্যান্ডের হয়ে ১৩ টেস্টে ৬৮৩ রান ও ১৬ উইকেট, ৪৯ ওয়ানডেতে ১১০৯ রান ও ৬০ উইকেট এবং ৩১টি-২০ ম্যাচে ৪৮৫ রান ও ১৪ উইকেট নেন অ্যান্ডারসন। 

 

সর্বশেষ খবর