শিরোনাম
মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

আবার মেসি-রোনালদো লড়াই

চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে আবারও মেসি-রোনালদো দ্বৈরথ দেখার সুযোগ এসেছে। আজ বার্সেলোনার মাঠ ন্যু-ক্যাম্পে জুভেন্টাসের মুখোমুখি হচ্ছেন মেসিরা। সব ঠিক থাকলে আজ দুই পুরনো প্রতিদ্বন্দ্বীকে লড়তে দেখবেন ফুটবল দর্শকরা

ক্রীড়া ডেস্ক

আবার মেসি-রোনালদো লড়াই

গত এক যুগ ধরেই মেসি-রোনালদোর লড়াই ফুটবলমোদীদের রোমাঞ্চিত করেছে। স্প্যানিশ লিগে রোনালদো আসার পর থেকেই বার্সা-রিয়াল এল ক্ল্যাসিকো লড়াই ভিন্ন মাত্রা পেয়েছিল। দুজনের লড়াই দেখতে সারা বছর মুখিয়ে থাকত ফুটবল অনুরাগীরা। রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পর এল ক্ল্যাসিকোর উত্তাপ অনেকটাই কমে গেছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে আবারও মেসি-রোনালদো দ্বৈরথ দেখার সুযোগ এসেছে। আজ বার্সেলোনার মাঠ ন্যু-ক্যাম্পে জুভেন্টাসের মুখোমুখি হচ্ছেন মেসিরা। সব ঠিক থাকলে আজ দুই পুরনো প্রতিদ্বন্দ্বীকে লড়তে দেখবেন ফুটবল দর্শকরা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বে বার্সেলোনা ও জুভেন্টাস একই গ্রুপে থাকায় ফুটবল দর্শকরা বেশ রোমাঞ্চিত ছিলেন। কিন্তু জুভেন্টাসের মাঠে বার্সেলোনা খেলতে নামার আগে রোনালদো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মেসি-রোনালদো দ্বৈরথ দেখার সুযোগ হয়নি। তবে এবার আর কোনো বাধা নেই। আজ দেখা যাবে দুই পুরনো প্রতিদ্বন্দ্বীর লড়াই। এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা ও জুভেন্টাস। তবে আজকের ম্যাচের ফলাফলে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। ড্র করলে বার্সেলোনাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আগের লেগে জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছিল কাতালানরা। তাছাড়া পয়েন্ট তালিকায়ও এগিয়ে আছেন মেসিরা (বার্সেলোনা ১৫, জুভেন্টাস ১২)।

এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানইউ মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাব লিপজিগের। অন্যদিকে পিএসজি খেলবে ইস্তাম্বুল বাসাকসেহিরের সঙ্গে। এইচ গ্রুপে ম্যানইউ, পিএসজি এবং লিপজিগের সংগ্রহ ৯ পয়েন্ট করে। আজকের ফলাফলের ওপরই ঠিক হবে নকআউট পর্বের দল। প্রতিটা দলেরই জয় প্রয়োজন। ই গ্রুপে এরই মধ্যে চেলসি ও সেভিয়া নকআউট পর্ব নিশ্চিত করেছে। এই গ্রুপে আজ চেলসি খেলবে রুশ ক্লাব ক্র্যাসনোদারের সঙ্গে। সেভিয়া মুখোমুখি হবে রেনের। এফ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড। তারা আজ রুশ ক্লাব জেনিতের মুখোমুখি হবে। এই গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করার লড়াইয়ে বেলজিয়ান ক্লাব ব্রুগের মুখোমুখি হচ্ছে ইতালিয়ান ক্লাব লেজিও। ড্র করলেই তাদের নকআউট পর্ব নিশ্চিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর