দীর্ঘদিন পর নারী লিগ মাঠে গড়ালেও অনেক নামিদামি দল অংশ নেয়নি। এতে করে লিগ কতটা জৌলুসময় হবে তা নিয়ে সংশয় ছিল। কিন্তু বসুন্ধরার অংশগ্রহণই লিগের আকর্ষণ বাড়িয়ে দেয়। যে মানের দল গড়েছিল তাতে অভিষেক আসরে বসুন্ধরার চ্যাম্পিয়ন নিয়ে সংশয় ছিল না। তবে এমনভাবে গোলের বন্যা বইয়ে দেবে তা ভাবাই যায়নি। দেশের ফুটবলে সেরা আসর পেশাদার লিগ এবার হতে পারেনি। মাঠে গড়ালেও তা করোনাভাইরাসে…