বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মেসির ঘরে রোনালদোর দাপট

ক্রীড়া প্রতিবেদক

মেসির ঘরে রোনালদোর দাপট

ম্যাচ শুরুর আগে রোনালদো ও মেসি দুজনেই পরস্পরকে জড়িয়ে ধরেন। বার্সার পক্ষে উজ্জ্বল ছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু রোনালদোর পারফরম্যান্স ছিল দুরন্ত। দুই দুটি গোল করেন পেনাল্টিতে

 

বার্সেলোনার ভরসা মেসি এবং জুভেন্টাসের আস্থা রোনালদো। দুই ফুটবলার পরস্পরের মুখোমুখি হয়েছিলেন পরশু রাতে।দুই বিশ্বসেরা ফুটবলার তাদের ফুটবল ক্যারিয়ারে এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে প্রতিপক্ষ হয়ে খেলেন। প্রথম মুখোমুখিতে হেসেছেন জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার রোনালদো। ‘জি’ গ্রুপে রোনালদোর দ্যুতি ছড়ানো ম্যাচে বার্সেলোনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। ক্যাম্প ন্যু’র ম্যাচটিতে দুটি পেনাল্টিতে গোল করেন রোনালদো। গ্রুপ থেকে সেরা ১৬ নিশ্চিত করেছে জুভেন্টাস ও বার্সেলোনা। অন্য ম্যাচে ফেরেন্সভারোসকে ১-০ গোলে হারিয়ে ইউরোপা লিগ নিশ্চিত করেছে দিনামো কিয়েভ। চ্যাম্পিয়ন্স লিগে গতকালের ম্যাচে লিপজিগ ৩-২ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে নক আউটপর্ব নিশ্চিত করেছে। বিদায় নিয়েছে ম্যান ইউ। নক আউটপর্ব নিশ্চিত করা আরেক ইংলিশ ক্লাব চেলসি ১-১ গোলে ড্র করেছে ক্রাসানোদার বিপক্ষে। একই গ্রুপে স্প্যানিশ ক্লাব সেভিয়া ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্সের ক্লাব রেনেসাঁকে। বর্ণবাদের প্রতিবাদে শুরুর ১৪ মিনিট পর বন্ধ হয়ে যায় প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)-ইস্তাম্বুল বেসেকতারে ম্যাচ।  ম্যাচ শুরুর আগে রোনালদো ও মেসি দুজনেই পরস্পরকে জড়িয়ে ধরেন। বার্সার পক্ষে উজ্জ্বল ছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু রোনালদোর পারফরম্যান্স ছিল দুরন্ত। দুই দুটি গোল করেন পেনাল্টিতে এবং জুভেন্টাসের বাকি গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মেসি খেললেও করোনার জন্য খেলতে পারেননি রোনালদো। তাই ফুটবলপ্রেমীরা দেখতে পারেননি দুই তারকার ফুটবল দ্বৈরথ। ম্যাচটি বার্সেলোনা জিতেছিল ২-০ গোলে। গ্রুপে টানা পাঁচ ম্যাচ জেতার পর পরশু রাতে হেরেছে। ৬ ম্যাচ দুই দলের পয়েন্ট ১৫। দুই দলই সেরা ১৬ নিশ্চিত করেছে। চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর গোলসংখ্যা এখন ১৩৪। বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে ২০১৬ সালের পর এই প্রথম গ্রুপপর্বে হারল। ম্যাচে ১৩ মিনিটে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। আরাজো ফাউল করেন রোনালদোকে। রেফারি পেনাল্টি দিলে রোনালদো ঠান্ডা মাথায় ব্যবধান ১-০ করেন। ২০ মিনিটে ব্যবধান ২-০ করে জুভেন্টাস। বাঁ প্রান্ত থেকে জুয়ান কোয়ার্দোর ক্রসে শূন্যে শরীর ভাসিয়ে ডান পায়ের ভলিতে চোখ ধাঁধানো গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনি। প্রথমার্ধ শেষ ২-০ গোলে। বার্সেলোনা গোল শোধের জন্য চেষ্টা করেছে। কিন্তু পারেনি জুভেন্টাসের দৃঢ় রক্ষণব্যুহের কারণে। ৫২ মিনিটে বার্সেলোনার সব আশা শেষ করে দেন রোনালদো। ডি বক্সে  বার্সার ডিফেন্ডার ক্লেমো লংলের হাতে বল লাগলে ভিআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বুলেট গতির শটে ব্যবধান ৩-০ করেন রোনালদো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর