সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

রোনালদোর জোড়া গোল

ক্রীড়া ডেস্ক

রোনালদোর জোড়া গোল

এক ক্লাবের হয়ে পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেছেন লিওনেল মেসি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র ম্যাচে পেনাল্টি মিস করলেও একটি গোল করেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। একই দিন আরেক বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ইতালিয়ান ফুটবল লিগে একটি রেকর্ড গড়েছেন। এক মৌসুমে ৩৩ গোল করার রেকর্ড করেছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা। পারমার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে জুভেন্টাস। ম্যাচটিতে জোড়া গোল করেন বিশ্বসেরা ফুটবলার রোনালদো। এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে জুভেন্টাস। সমান ২৭ পয়েন্ট হলেও এক ম্যাচ কম খেলে দুইয়ে ইন্টারমিলান। শীর্ষে থাকা এসি মিলানের পয়েন্ট ২৮। পরশু রাতে জোড়া গোল করে পর্তুগিজ তারকা এমন একটি কীর্তি গড়েন, যা সিরি-এ তে গত ৫৯ বছরে কেউ গড়েনি।

তিনি এক মৌসুমে ৩৩ গোল করেন। ১৯৬১ সালে জুভেন্টাসেরই আরেক তারকা ফুটবলার আর্জেন্টাইন স্ট্রাইকার ওমর সিভোরি, এই কীর্তি গড়েছিলেন। ১৯৫০ সালে এসি মিলানের কিংবদন্তি স্ট্রাইকার গানার নরডাল করেছিলেন ৩৬ গোল। ১৯৩৪ সালে জুভেন্টাসের আরেক স্ট্রাইকার ফেলিস বোরেল গোল করেছিলেন ৪১টি। যা এখন পর্যন্ত এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। রোনালদো অবশ্য চলতি মৌসুমে আরও একটি ম্যাচ খেলবেন। ৩৩ গোলের ২৭টি ডান পায়ে, ৪টি বাঁ পায়ে এবং দুটি হেডে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর