মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
শুরু হচ্ছে ফেডারেশন কাপ

ফিটনেস নিয়েই যত ভাবনা

ক্রীড়া প্রতিবেদক

ফিটনেস নিয়েই যত ভাবনা

ফেডারেশন কাপ দিয়েই ঘরোয়া ফুটবলের পর্দা উঠছে আজ। এটা ফুটবলারদের জন্য বড় স্বস্তি। তবে ক্লাবগুলো এ নিয়ে কতটা স্বস্তিতে আছে সেটাই প্রশ্ন। কেননা অধিকাংশ ক্লাবই ঠিকমতো অনুশীলন করাতে পারেনি। তাদের খেলোয়াড়রা করোনাভাইরাসে বসেই ছিলেন। ফিটনেসের ঘাটতি থেকেই যাচ্ছে তাদের। তবে জাতীয় দলে খেলা খেলোয়াড়রা এক্ষেত্রে এগিয়ে আছে। তারা যেমন অনুশীলনে ছিলেন তেমনিভাবে নেপাল ও কাতার মিলিয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচেও অংশ নিয়েছেন। তারকা ও নামী-দামি ফুটবলারদের ফিটনেসে ঘাটতি থাকার কথা নয়। আবার ক্লাবের প্রসঙ্গ উঠলে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসই থাকবে এগিয়ে। অন্য ক্লাবগুলো বসে থাকলেও তারা আগস্টের শেষের দিক থেকেই অনুশীলনে ছিল। বিদেশিদের আগে এনে ঠিকমতো মান যাচাই-বাছাই করে নিয়েছে। তারপর আবার অধিকাংশ ফুটবলারই জাতীয় দলে খেলেছেন। সুতরাং প্রস্তুতিটা ভালোভাবেই হয়েছে তাদের। কোচ শফিকুল ইসলাম মানিক এবারও শেখ জামাল ধানমন্ডির প্রশিক্ষকের দায়িত্বে আছেন। তিনি বলেন, চিন্তাটা ফিটনেস নিয়ে। এতদিন মাঠের বাইরে থাকার পর ছেলেরা কতটা নিজেদের মেলে ধরতে পারবে সেটাই ভাবছি। চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক মারুফ বলেন, জাতীয় দলের ফুটবলারদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওরাতো ম্যাচ খেলেছে। যারা একেবারে বসেছিল তাদের নিয়েই যত চিন্তা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর