শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

কলকাতায় জামাল

ক্রীড়া প্রতিবেদক

কাতারে আইসোলেশনে থাকার পর এক সপ্তাহ পেরুতেই করোনা থেকে সেরে উঠেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ২২ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। এখানে ফের করোনা টেস্ট করালে নেগেটিভ এসেছে। এটা তার জন্য বড় সু-সংবাদ। এর ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা মোহামেডানে খেলতে তার বাধা থাকছে না। গতকাল তিনি কলকাতায় পৌঁছেছেন। সেখানে জানুয়ারিতে শুরু হওয়া আই লিগে খেলবেন তিনি।  তবে পেশাদার লিগে দ্বিতীয় পর্বে চুক্তি অনুযায়ী তার সাইফে ফিরে আসার কথা।

 জামালের করোনা আক্রান্তের খবর শুনে তার বিকল্প খুঁজছিল মোহামেডান। তিনি খেলতে পারবেন, এই খবরে স্বস্তি নেমে এসেছে ঐতিহ্যবাহী ক্লাব শিবিরে। আগামী ৯ জানুয়ারি আই লিগের পর্দা উঠবে। মামুনুল ইন্ডিয়ান সুপার লিগে কলকাতায় নাম লেখালেও তাকে কোনো ম্যাচে নামানো হয়নি। নব্বই দশকে কলকাতা লিগে ইস্টবেঙ্গলে খেলে মোনেম মুন্না সমর্থকদের হৃদয় জয় করেন। সল্টলেকে বিশ্বকাপ বাছাই পর্বে ফর্ম দেখেই মূলত জামালের ব্যাপারে আগ্রহী হয়ে উঠে কলকাতা মোহামেডান।

সর্বশেষ খবর