শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

৩৬ রানের দুঃস্বপ্ন ভুলতে চায় ভারত

বক্সিং ডে টেস্ট

ক্রীড়া ডেস্ক

গোলাপি বলের অ্যাডিলেড টেস্টের দুঃস্বপ্ন ভুলে যেতে চাইবে ভারত। ৩৬ রানের দুঃস্বপ্ন আজীবন তড়িয়ে বেড়াবে বিরাট কোহলি, আজিঙ্কা রাহানেদের। প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করলেও দ্বিতীয় ইনিংসটি ছিল পুরোপুরি বিপরীত। স্বাগতিক পেসারদের গতি ও সুইংয়ের বিপক্ষে নাজেহাল হয়ে মাত্র ৩৬ রানে বিধ্বস্ত হয়েছিল ভারত। সেই দুঃস্বপ্ন ভুলে আজ বক্সিং ডে টেস্ট খেলতে মেলবোর্নে নামছে ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া পাচ্ছে না ডেভিড ওয়ার্নার, শন অ্যাবটের সার্ভিস। তবে অ্যাডিলেড ধাক্কা ভুলে  নিজেদের ফিরে পেতে মরিয়া ভারতীয় দলে পরিবর্তন চারটি। নিয়মিত অধিনায়ক কোহলি ফিরে গেছেন ভারত। ইনজ্যুরিতে পরে ফিরেছেন মোহাম্মদ শামীও। অধিনায়ক কোহলির জায়গা খেলবেন স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দলকে নেতৃত্ব দেবেন মিডল অর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। ওপেনার পৃথ্বী শ্যকে বসিয়ে খেলানো হবে শুভমন গিলকে। মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে নতুন বলে ওপেন করবেন পাঞ্জাবের ২১ বছর বয়স্ক গিল। ভারতকে অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ককে ভবিষ্যতের তারকা ভাবছে টিম ম্যানেজমেন্ট। ডানহাতি পেসার শামী ফিরেছেন ভারতে। তার জায়গায় অভিষেক হবে ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজের। উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন ঋষভ পান্থে। তাকে খেলাতে বাদ দেওয়া হয়েছে বাংলার ঋৃদ্দিমান সাহাকে। চার টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয়টি শুরু হবে আজ ‘হার্ট অব ক্রিকেট’ মেলবোর্নে। সিরিজের তৃতীয় টেস্ট নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। সিডনিতে ৭-১১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা।

সর্বশেষ খবর