সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বসুন্ধরা-চট্ট. আবাহনীর গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই

শক্তির বিচারে আজকের ম্যাচে বসুন্ধরা কিংস ফেবারিট। চট্টগ্রাম আবাহনীও গোছানো দল। জিততে হলে সেরাটাই দিতে হবে দুই দলকে। নতুন মৌসুমে কিংসের শুরুটা চোখে পড়েছিল। পুরো ম্যাচই তারা নিয়ন্ত্রণে রেখেছিল

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা-চট্ট. আবাহনীর গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই

এক ম্যাচ জিতে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে তাদের। ওয়ালটন ফেডারেশন কাপে গ্রুপ ‘সি’ তে আজ তারা লড়বে শীর্ষে থাকতে। বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে আজ। জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে কারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠার লড়াইয়ে খেলবে। কিংস অবশ্য বাড়তি সুবিধা নিয়েই মাঠে নামবে। ড্র করলে দুই দলের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। বর্তমান শিরোপাধারী দলটি। কিংস ৩-০ গোলে রহমতগঞ্জকে হারালেও চট্টগ্রাম আবাহনী জিতেছে ১-০ গোলে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে বন্দর নগরীর দলটির জয়ের কোনো বিকল্প নেই।

শক্তির বিচারে আজকের ম্যাচে বসুন্ধরা কিংস ফেবারিট। চট্টগ্রাম আবাহনীও গোছানো দল। জিততে হলে সেরাটাই দিতে হবে দুই দলকে। নতুন মৌসুমে কিংসের শুরুটা চোখে পড়েছিল। পুরো ম্যাচই তারা নিয়ন্ত্রণে রেখেছিল। নতুন হিসেবে খেলতে নেমে রাউল অস্কার, রবিনহো ফার্নান্দেজ ও ইরানি ডিফেন্ডার খালেদ শাফি দক্ষতার পরিচয় দেন। অন্যদিকে রহমতগঞ্জের বিপক্ষে সৌভাগ্যক্রমে জয় পেলেও চট্টগ্রাম আবাহনী ভালো দল গড়েছে। বিকাল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে খেলবে ‘এ’ গ্রুপের রানার্স আপের বিপক্ষে।

বসুন্ধরা কোচ অস্কার বলেন, ‘আমরা প্রথম ম্যাচ জিতলেও কিছু ভুলত্রুটি ছিল। এখন তা শুধরে নিয়ে মাঠে নামব। প্রতিপক্ষ শক্তিশালী দল। জিততে হলে ছেলেদের ভালো খেলতে হবে।’ চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হক বলেন,  ‘আমরা জেতার জন্যই মাঠে নামব।’

সর্বশেষ খবর