মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

দশকসেরা ক্রিকেটার কোহলি

এক দশকের সেরা টেস্ট, ওয়ানডে ও টি-২০ একাদশ ঘোষণা করেছে আইসিসি। এবার ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির দশকসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড জিতেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দশকসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। দশকসেরা ওয়ানডে ক্রিকটোর হয়েছেন কোহলি ও টি-২০ ক্রিকেটার আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। দশকসেরা ‘স্পিরিট অব ক্রিকেট’ অ্যাওয়ার্ড  জিতেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী। আইসিসি সহযোগী দেশগুলোর মধ্যে দশকসেরা ক্রিকটোর নির্বাচিত হয়েছেন স্কটল্যা্েডর কাইলি কোয়েটজার এবং মেয়েদের দশকসেরা ক্রিকেটার ইংল্যান্ডের ক্যাথরিন ব্রুস।

দশকসেরা ক্রিকেটারের লড়াইয়ে কোহলির প্রতিদ্বন্ধি ছিলেন ভারতের রবিচন্দন অশ্বিন, ই্যংান্ডের জো রুট, নিউজিল্যা্েডর কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। দশকসেরা ক্রিকটোর কোহলি তিন সংস্করণ মিলিয়ে রান করেছেন ২০ হাজার ৩৯৬ রান, সেঞ্চুরি করেছেন ৬৬টি। ৮৬ টেস্টে তার রান ৭২৪০, ২০৮ ওয়ানডেতে ১০৩৮৮ রান এবং ৮০ টি-২০ ম্যাচে রান ২৭৬৮। দশকসেরা টেস্ট ক্রিকেটার স্মিথ পেছনে ফেলেছেন কোহলি, রুট, উইলিয়ামসন, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ ও পাকিস্তানের ইয়াসির শাহকে। ক্যারিয়ারে ৬৯ টেস্টে স্মিথের রান ৭০৪০ রান

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর