শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
প্রথম কোয়ার্টার ফাইনাল

শেখ রাসেলের সামনে আজ চট্টগ্রাম আবাহনী

ফেডারেশন কাপ

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেলের সামনে আজ চট্টগ্রাম আবাহনী

ফেডারেশন কাপে একবারই চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ২০১২ সালে। সেবার ফাইনালে তারা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছিল ২-১ গোলে। এরপর আর ফেডারেশন কাপ জেতা হয়নি তাদের। এবার দারুণ দল গঠন করেছে তারা। গত মৌসুমে বসুন্ধরা কিংসে খেলা বখতিয়ার যোগ দিয়েছেন শেখ রাসেলে। ব্রাজিলের রদ্রিগেজ ছাড়াও দলে আছেন তাজিকিস্তানের আসররভ এবং নাইজেরিয়ার উগুচুকু।

ফেডারেশন কাপ ফুটবলে প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র এবং চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেমিফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে নামবে দুই দল। গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতে নকআউট পর্বে এসেছে শেখ রাসেল। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-২ গোলে এবং বাংলাদেশ পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল। অন্যদিকে সি গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে চট্টগ্রাম আবাহনী। গ্রুপ পর্বে রহমতগঞ্জকে ১-০ গোলে হারালেও বসুন্ধরা কিংসের কাছে ১-০ গোলে হেরেছে চট্টগ্রাম আবাহনী। আজকের বিজয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং অথবা মোহামেডান স্পোর্টিংয়ের।

ফেডারেশন কাপে এবার দারুণ খেলছে শেখ রাসেল। বিশেষ করে গত ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে তারা। ছন্দময় ফুটবলে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে কাঁপন ধরিয়ে দেয় তারা। গোল করার সুযোগ পেলে তা কাজে লাগিয়ে দলকে এগিয়ে দিতে পারেন আসররভরা। চট্টগ্রাম আবাহনীও এবারের মৌসুমে দারুণ দল গঠন করেছে। ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে একই গ্রুপে খেলেছে চট্টগ্রাম আবাহনী। রহমতগঞ্জকে গ্রুপ পর্বে হারালেও বসুন্ধরা কিংসের কাছে হেরেছে তারা। আইভরি কোস্টের দিদিয়ের আছেন এই দলে। বসুন্ধরা কিংসের কাছে হারলেও নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে তারা। আজ শেখ রাসেলের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বন্দরনগরী চট্টগ্রামের দলটি।

ফেডারেশন কাপ ফুটবলে অপর তিন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং-মোহামেডান স্পোর্টিং (২ জানুয়ারি), বসুন্ধরা কিংস-শেখ জামাল (৩ জানুয়ারি) এবং আবাহনী লিমিটেড-উত্তর বারিধারা (৪ জানুয়ারি)। এবার ফেডারেশন কাপের সেমিফাইনালে দেখা হতে পারে ২০১৮ সালের দুই ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের। অবশ্য দুই দলকেই কোয়ার্টার ফাইনালে নিজেদের ম্যাচে জিততে হবে। ২০১৮ সালে ফেডারেশন কাপ ফাইনালে আবাহনী ৩-১ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংসকে।

সর্বশেষ খবর