শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কোহলিকে টপকে শীর্ষে উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক

কোহলিকে টপকে শীর্ষে উইলিয়ামসন

বিষয়টি অনেকটাই ফুটবলের মতো। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির আধিপত্য খর্ব করে ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছেন লেভানডোভস্কি। এ চিত্র ক্রিকেটেও। বিরাট কোহলি ও স্টিভেন স্মিথের পাঁচ বছরের দাপটকে পেছনে ফেলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দারুণ ছন্দে থাকা উইলিয়ামসন বছর শেষ করেন সেঞ্চুরিতে। মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেন। এর আগেই ডিসেম্বরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তারই ফল পেলেন। দুই তারকা ব্যাটসম্যান কোহলি ও স্মিথকে পেছনে ফেলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে চমকে দিয়েছেন সবাইকে। তার র‌্যাঙ্কিং পয়েন্ট ৮৯০। দুইয়ে কোহলির পয়েন্ট ৮৭৯ এবং তিনে থাকা স্মিথের পয়েন্ট ৮৭৭। নিউজিল্যান্ড অধিনায়ক এবারই প্রথম র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেননি, ২০১৫ সালের নভেম্বরেও উঠেছিলেন। কিন্তু কিছু দিন পর জায়গা হারান। এরপর থেকে গত পাঁচ বছর শীর্ষস্থানটি পাকাপোক্ত করে নিয়েছিলেন স্মিথ ও কোহলি। ২০২০ সালে ৩১৩ দিন টানা শীর্ষে ছিলেন স্মিথ। কোহলি ছিলেন ৫১ দিন। র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেও উইলিয়ামসন স্মরণ করেছেন স্মিথ ও কোহলিকে, ‘ওরা বিশ্বের সেরা দুই ক্রিকেটার। ওদের টপকে শীর্ষে ওঠাটা আমার কাছে অনেকটা সম্মানজনক। বছরের পর বছর ধরে সব ধরনের ফরম্যাটেই তারা ভালো ক্রিকেট খেলছেন।

সর্বশেষ খবর