বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
ফুটবল

লিভারপুলের হার ম্যানইউর সুযোগ

ক্রীড়া ডেস্ক

লিভারপুলের হার ম্যানইউর সুযোগ

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৩ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর বেশ কয়েকবার সেরা চারেও থাকতে পারেনি রেড ডেভিলখ্যাত দলটি। দীর্ঘদিন পর আবারও লিগ জয়ের হাতছানি ম্যানইউর সামনে। সোমবার লিভারপুল ১-০ গোলে হেরে গেছে সাউদ্যাম্পটনের কাছে। সাউদ্যাম্পটনের পক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলটি করেন ড্যানি। এ হারের পরও ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে অবস্থান করছে ম্যানইউ।

সামনের ম্যাচ জিতলেই লিগের শীর্ষস্থান দখল করবে রেড ডেভিলরা। দীর্ঘদিন পর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের দারুণ সুযোগ হাতছানি দিচ্ছে ম্যানইউর সামনে। স্যার আলেক্স ফার্গুসন ম্যানইউর কোচের পদ ছাড়ার পর থেকেই দলটা ধুঁকছিল। অবশেষে ফার্গুসনেরই শিষ্য ওলে গুনার সোলকারের কাঁধে দায়িত্ব দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ম্যানইউ। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর বড় কিছু জয় করতে পারেননি তিনি। তবে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন সমর্থকদের। এবার ঠিক পথে থাকতে পারলে লিগ শিরোপা ঘরে তুলতে পারে ম্যানইউ!

সর্বশেষ খবর