বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ফাইনালে ওঠার লড়াই

মুখোমুখি চট্ট. আবাহনী-সাইফ

ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশন কাপ ফুটবল ফাইনালে নতুন মুখের দেখা মিলবে কি? রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ প্রথম সেমিফাইনালে লড়বে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং। সাইফ যদি জিতে যায় তাহলে আসরের প্রথমবারের মতো ফাইনালে খেলবে। বন্দর নগরীর দল জয় পেলে দ্বিতীয়বার ফাইনালে যাবে। ২০১৭ সালে তারা প্রথমবার ফাইনাল খেললেও ঢাকা আবাহনীর কাছে ১-৩ গোলে হেরে যায়। শক্তির দিক দিয়ে কেউ কারোর চেয়ে কম নয়। তবে এক দলকে তো হারতেই হবে। তাহলে কে যাবে ফাইনালে চট্ট. আবাহনী না সাইফ।

মানসম্পন্ন বিদেশি এনে সাইফ আগের চেয়ে শক্তিশালী দল গড়েছে। স্থানীয়রাও তাল মিলিয়ে ভালো খেলছে। গ্রুপ পর্বে তিন ম্যাচে সহজ জয়েই তা প্রমাণ মিলেছে। তবে কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত দুর্বল মোহামেডানকে হারাতে টাইব্রেকার পর্যন্ত যেতে হয়েছে। অন্যদিকে চট্ট. আবাহনী গ্রুপপর্বে বসুন্ধরার কাছে হারলেও শেষ আটে তারা ছন্দময় খেলা প্রদর্শন করেছে। শক্তিশালী শেখ রাসেলকে ২-০ গোলে হারিয়েছে। আজকের ম্যাচে চোখ থাকবে সাইফের ইকেচুকু ও চট্টগ্রাম আবাহনীর দিদিয়ের দিকে। টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলেছে।

তবে জয়-পরাজয় তাদের ওপর নির্ভর করছে না, সেমিফাইনালে জিততে হলে পুরো দলকেই সেরাটা দিতে হবে।

জন ওকুলি, এমানুয়েল ও ফাহিম সাইফের হয়ে যেমন আলো ছড়াচ্ছেন তেমনি চট্ট. আবাহনীর শুকুর আলী ও রাকিবও জ্বলে উঠছেন। দুদলই চাইবে নির্ধারিত সময়ে জয় পেতে। অতিরিক্ত সময় বা টাইব্রেকারে জয়টা ভাগ্যের ওপর নির্ভর করে। চট্টগ্রাম আবাহনী ঘরোয়া ফুটবলে একবার স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন। সাইফের এখনো কোনো ট্রফিই জেতা হয়নি। ফাইনাল খেলতে সেরাটাই দিতে চাইবে তারা। চট্টগ্রাম আবাহনীও সর্বোচ্চ চেষ্টা করবে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ উপভোগ্য হয়ে উঠবে সেটাই দর্শকদের প্রত্যাশা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর