বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ফাইনালের আগে মহাফাইনাল

কিংস-আবাহনী মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

ফেবারিট দুই দলের সেমিফাইনাল। শক্তির বিচারে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী ফাইনাল হলে মানাতো ভালো। কিন্তু ফিকশ্চার যেভাবে সাজানো হয়েছে তাতে লড়তে হচ্ছে শেষ চারে। এ যেন ফাইনালের আগে ফাইনাল। অতীতেও ঘটেছে এমন ঘটনা। ফাইনালের বদলে মোহামেডান-আবাহনীকে খেলতে হয়েছে সেমিতে। কখনো আবাহনী বা মোহামেডানকে বিদায় নিতে হয়েছে। আজও এমন ঘটনা ঘটতে যাচ্ছে। ড্রর কোনো সুযোগ নেই বলে এখানে  হট ফেবারিট এক দলের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে।

হাইভোল্টেজের ম্যাচে জিতবে কে আজ। বসুন্ধরা কিংস টানা তিনবার ফাইনালে না আবাহনী তাদের চেনা অবস্থানে ফিরবে? একে তো দুই দল শক্তিশালী তারপর আবার সেমিফাইনাল। এখানে ফেবারিটের হিসাব করাটাই ভুল। ফুটবলে বাংলাদেশ সেরা দুই দল মুখোমুখি হচ্ছে। তবে ফেডারেশন কাপের পারফরম্যান্সে বসুন্ধরাকে এগিয়ে রাখা যায়। গ্রুপ পর্বে দুটি ম্যাচই জিততে তাদের সমস্যায় পড়তে হয়নি। কোয়ার্টার ফাইনালে শেখ জামালকে হারিয়েছে সহজভাবে। অন্য দিকে আবাহনী গ্রুপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও মুক্তিযোদ্ধাকে হারাতে ঘাম ঝরাতে হয়েছে। কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে গোল করে উত্তর বারিধারাকে বিদায় জানিয়েছে। তাও আবার এ জয় নিয়ে বিতর্ক উঠেছে।

যাই হোক আজকের ম্যাচের হিসাবটা অন্যরকম। দুই দলে বাঘা বাঘা ফুটবলার। কেউ কারোর চেয়ে কম নয়। শেষ বাঁশি বাজা না পর্যন্ত কিছুই বলা যাবে না। দুই দলের ২২ জনের লড়াই। তবে চোখ থাকবে দুই ফুটবলারের দিকে। বসুন্ধরার রাউল তিন ম্যাচেই ৩ গোল করেছেন। আবাহনীর সাইঘানি তিন ম্যাচে ২ গোল করেছেন। এদেরকে রুখতে দু’দল কৌশল এঁটেই মাঠে নামবে। বসুন্ধরার সুবিধাটা হচ্ছে তাদের চার বিদেশিই মাঠে আলো ছড়াচ্ছেন। ব্রাজিলের রবিনহো ও ফার্নান্দেজ এমনকি ডিফেন্ডার হলেও খালিদ শাফি প্রতিপক্ষের রক্ষণভাগের ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছেন। আবাহনীর ব্রাজিলিয়ান ফুটবলার রুদ্রিগেজও জ্বলে উঠতে পারেন।

বসুন্ধরার আরেকটি দিক দিয়েও এগিয়ে। তাদের লোকাল ফুটবলাররা বিদেশিদের সঙ্গে তাল মিলিয়ে খেলছেন। যা আবাহনী পারছে না। কিংসের নিয়মিত অধিনায়ক তপু বর্মণ বলেন, সেরাটাই দিতে হবে। আবাহনী নাবিব নেওয়াজ জীবনের মুখেও একই কথা। ভুল বা গোল মিস্ দলের সর্বনাশ ডেকে আনতে পারে। অন্যদিকে আবাহনীর নাবিব নেওয়াজ জীবন বলেন, চোখ আমাদের ফাইনালে।

 জয় নিয়েই মাঠ ছাড়ব আশা রাখি।

দুদল এ পর্যন্ত তিনবার লড়েছে। পেশাদার লিগে বসুন্ধরা দুবার জিতলেও ২০১৯ সালে ফেডারেশন কাপ ফাইনালে হেরে যায়। পরিসংখ্যান বা শক্তি যাই বলি না কেন ম্যাচটি হবে সমানে সমান। কেউ সহজ জয় পাবে বলে মনে হয় না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর