বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
ফুটবল

কোচ যখন ফুটবলার

ক্রীড়া ডেস্ক

কোচ যখন ফুটবলার

ঢাকার ঘরোয়া ফুটবলে একবারই ঘটেছে এমন ঘটনা। ম্যাচে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব করতে নেমে তাকে খেলতেও হয়েছিল। ১৯৮৭ সালের কথা। প্রথম বিভাগ ফুটবল লিগে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মোহামেডান ও আবাহনী মুখোমুখি হয়। ম্যাচে ড্র করলেই আবাহনী চ্যাম্পিয়ন হয়ে যাবে। ম্যাচ যখন ২-২ গোলে ড্র চলছিল তখনই মোহামেডানের নিয়মিত গোলরক্ষক ছাইদ হাছান কানন ইনজুরি হয়ে মাঠ ত্যাগ করেন। দলে অন্য কোনো গোলরক্ষক না থাকায় কোচ হেজাজি মাঠে ড্রেস বদল করে গোলরক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি নামার পরই মোহামেডান গোল করে। শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে মাঠ ছাড়ে। এক ম্যাচে হেজাজির দুই দায়িত্ব পালনের কথা পরের দিন পত্র-পত্রিকায় গুরুত্বসহকারে ছাপা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর