বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সেই লুইসই টাইগারদের ব্যাটিং কোচ

ক্রীড়া প্রতিবেদক

সেই লুইসই টাইগারদের ব্যাটিং কোচ

গত ২০ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিনের মাঠে ময়দানে পাতায় ছাপানো হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ জন লুইস! মূলত ক্রিকেট বোর্ড তখনই ক্রেইগ ম্যাকমিলানের উত্তরসূরি হিসেবে ইংলিশ কোচকে বেছে নেয়। অবশেষে গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে জন লুইসের নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো।

তবে ইংলিশ কোচকে এখনই দীর্ঘমেয়াদের জন্য নিয়োগ দেওয়া হয়নি। আপাতত তিনি ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য দায়িত্ব পাচ্ছেন। দুই সিরিজে তাকে পরখ করেই দীর্ঘমেয়াদে দায়িত্ব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি।

২০১৯ সালে শ্রীলঙ্কা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেন লুইস। ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারলেও প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিজ্ঞতার ঝুলি অনেক বড়। এসেক্সে সাত বছর খেলে ১৯৯৭ সালে যোগ দেন ডারহামে। ২০০০ সালে ডারহামের অধিনায়ক ছিলেন। ২০৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২০০৬ সালে অবসরে যান। ১৬টি সেঞ্চুরি এবং ১০ হাজারের উপরে রান করেন। 

সর্বশেষ খবর