শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

লাবুশেন-পুকোভস্কির হাফসেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

ইনজুরির জন্য সিরিজের প্রথম দুটি টেস্ট খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার। ইনজুরি কাটিয়ে টেস্টে ফিরেছেন বাঁ হাতি ওপেনার। কিন্তু রান করতে পারেননি। মোহাম্মদ সিরাজের বলে স্লিপে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন। ওয়ার্নার ব্যর্থ হলেও বৃষ্টিস্নাত সিডনি টেস্টের প্রথমদিন দৃঢ়তা দেখিয়েছেন মারনাস লাবুশেন ও উইল পুকোভস্কি। সফরকারী বোলারদের দৃঢ়তার সঙ্গে খেলে হাফসেঞ্চুরি করেছেন। অভিষিক্ত পুকোভস্কি ৬২ রানে সাজঘরে ফিরলেও অপরাজিত থেকে দিন পার করেছেন লাবুশেন। দুই হাফসেঞ্চুরিতে ৫৫ ওভারে ২ উইকেটে ১৬৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। আগের দুই টেস্টেও চার ইনিংসে একবারও দুই অংকের রান করতে না পারা স্টিভ স্মিথ ব্যাট করছেন ৩১ রানে। ওয়ার্নার আউট হয়েছেন ব্যক্তিগত ৫ রানে। ভারতীয়দের পক্ষে একটি করে উইকেট নেন সিরাজ ও অভিষিক্ত বোলার নবদ্বীপ সাইনি।            

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস, ১৬৬/২, ৫৫ ওভার ( পুকোভস্কি ৬২, ওয়ার্নার ৫, লাবুশেন ৬৭*, স্মিথ ৩১*। সিরাজ ১/৪৬, সাইনি ১/৩২)।

সর্বশেষ খবর