শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

চার বিদেশিতে দুরন্ত কিংস

চার বিদেশিতে দুরন্ত কিংস

জনাথন ফার্নান্দেজ (ব্রাজিল)

জনাথন দা সিলভেইরা ফার্নান্দেজ। ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলার। ব্রাজিলের সর্বোচ্চ লিগ সিরি এ’র ক্লাব বোটাফোগোতে দীর্ঘদিন খেলেছেন তিনি। বর্তমানে বসুন্ধরা কিংসের মিডফিল্ডে ঝড় তুলছেন। ফেডারেশন কাপে কিংসের মিডফিল্ড দখলে রাখার পেছনে বড় অবদান রেখেছেন তিনি। একজন প্লে-মেকার হিসেবে বেশ নাম কুড়িয়েছেন। কৌশলী পাস দিতে তার জুড়ি মেলা কঠিন। প্রায়ই অনেকটা দূর থেকে তিনি রবসন আর রাউলকে খুঁজে নিয়ে নিখুঁত পাস দেন। গোলের পেছনে বড় অবদান থাকে তারই। কেবল মিডফিল্ডই নয়, প্রায় সময় তাকে ডিফেন্সেও শক্তি বাড়াতে দেখা যায়।

 

রবসন আজেভেদো (ব্রাজিল)

রবসন আজেভেদো দা সিলভা। রবিনহো নামেও তিনি পরিচিত। ব্রাজিলিয়ান সিরি এ লিগের ক্লাব ফ্লুমিনেন্সের জার্সিতে খেলেছেন অনেক দিন। ল্যাটিন আমেরিকার আরও বেশ কয়েকটা ক্লাবে সুনামের সঙ্গেই খেলেছেন। বসুন্ধরা কিংসে নাম লিখিয়ে তিনি নিজেকে একজন অসাধারণ ফুটবলার হিসেবে প্রমাণ করেছেন। ফেডারেশন কাপে কিংসের ফরোয়ার্ড লাইনে বেশ তৎপর দেখা যায় তাকে। অবশ্য কোচ অস্কার ব্রুজোন মাঝে-মধ্যে রবসনকে মিডফিল্ডার বানিয়ে দেন। এতে মিডফিল্ডের দখলটা পাকাপোক্ত হয়। পাশাপাশি আক্রমণভাগেও চাপ বাড়ানো যায়। এরই মধ্যে দুটি গোল করেছেন রবসন। গোলের পেছনে অবদানও রাখছেন ১০ নম্বর জার্সিধারী এ ফুটবলার।

 

খালেদ শাফিই (ইরান)

ফরোয়ার্ড লাইনে বসুন্ধরা কিংস অসাধারণ খেলছে। কিন্তু ডিফেন্সটা পাকাপোক্ত না হলে জয় ছিনিয়ে আনা কঠিন। বসুন্ধরা কিংসের ডিফেন্স লাইনকে শক্ত দেয়ালের মতো বানিয়ে দিয়েছেন খালেদ শাফিই। ইরানের এই ডিফেন্ডার দারুণ সব ট্যাকল করে এরই মধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রতিপক্ষের আক্রমণের সামনে পাহাড়ের মতোই বাধা হয়ে দাঁড়ান তিনি। মাঝে-মধ্যে ফরোয়ার্ড লাইনেও শক্তি বাড়ান খালেদ। বসুন্ধরা কিংসের ডিফেন্স লাইন পেরিয়ে চার ম্যাচে প্রতিপক্ষ কেবল একটাই গোল করেছে। টুর্নামেন্টে সবচেয়ে কম গোল হজম করেছে কিংসই। এতেই দলটার ডিফেন্স লাইনের সামর্থ্যরে প্রমাণ মেলে।

 

রাউল অস্কার (আর্জেন্টিনা)

রাউল অস্কার বেসেরা। ৩৩ বছরের আর্জেন্টাইন ফরোয়ার্ড। বসুন্ধরা কিংসের গোলমেশিন। ফেডারেশন কাপে চার ম্যাচের প্রতিটাতেই গোল করেছেন তিনি। অস্কার ব্রুজোনের বর্তমান দলের অন্যতম সেরা তারকা ফুটবলার রাউল। ৯ নম্বর জার্সিধারী এ ফুটবলার প্রতিটা ম্যাচেই নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে প্রমাণ করেছেন। ফরোয়ার্ড লাইনে তার তৎপরতা প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে দেয়। সেমিফাইনালে আবাহনীর বিপক্ষে তার আক্রমণ ছিল ভয়ানক। বারবারই প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেঙে দিয়েছেন রাউল। বসুন্ধরা কিংসে নাম লেখানোর আগে আর্জেন্টিনা প্রিমিয়ার লিগের ক্লাব আর্জেন্টিনোস জুনিয়রের জার্সিতে খেলেছেন। এ ছাড়া ল্যাটিন আমেরিকায় নামকরা ফুটবল ক্লাবে খেলেছেন তিনি।

সর্বশেষ খবর